শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০১৭, ১০:১০ দুপুর
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৭, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

তানভীর আহমেদ: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ষোল হাজার কোটি টাকা ব্যয়ে ১৬টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই অনুমোদন দেওয়া হয়।
একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, এতে মোট ব্যয় হবে ১৬ হাজার ১০ কোটি ২৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন থেকে হবে ১১ হাজার ৮৭০ কোটি ৪৮ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়নে ব্যয় হবে ৩০০ কোটি ৩৪ লাখ টাকা। এছাড়া প্রকল্প সাহায্য ৩ হাজার ৮৩৯ কোটি ৪২ লাখ টাকা।

পরিকল্পনামন্ত্রী বলেন, নতুন রাস্তায় যাওয়ার আগে বণ্যার কারণে ক্ষতিগ্রস্থ পুরাতন রাস্তাগুলো শতভাগ মেরামত করা হবে। আমাদের উপকূলীয় এলাকা বৃদ্ধি পেয়েছে। এসব এলাকার সম্পদগুলোর জন্য গবেষণা প্রকল্প নেয়া হয়েছে, এর জন্য মালয়েশিয়া থেকে একটি জরিপ জাহাজ পাওয়া গেছে, যার মাধ্যমে উপকূল এবং গভীর সমুদ্রের তলদেশে মাছের সন্ধান করা যাবে এবং খনিজ সম্পদ সর্ম্পকে জানা যাবে।

একনেকে অনুমোদন পাওয়া প্রকল্পগুলো হল, ৩১৮৩.৫৬ কোটি টাকা ব্যয়ে ময়মনসিংহ অঞ্চল পল্লী অবকাঠামো, ২৮৮৪.৮৬ কোটি টাকা ব্যয়ে রংপুর বিভাগ গ্রামীণ অবকাঠামো, ২০৮০.৪০ কোটি টাকা ব্যয়ে রাজশাহী বিভাগ পল্লী অবকাঠামো উন্নয়ন, ১৭০.২৩ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ মেরিন ফিশারিজ ক্যাপাসিটি বিল্ডিং, ৬৮.৭১ কোটি টাকা ব্যয়ে কৃষি তথ্য সার্ভিস আধুনিকায়ন ও ডিজিটাল কৃষি তথ্য ও যোগাযোগ শক্তিশালীকরণ, ২৫৬১.৯২ কোটি টাকা ব্যয়ে বিদ্যমান পলিটেকনিক ইন্সটিটিউট সমূহের অবকাঠামো উন্নয়ন, ৩৫৩.৯৮ কোটি টাকা ব্যয়ে সিলেট, বরিশাল, রংপুর এবং ময়মনসিংহ বিভাগে পলিটেকনিক ইন্সটিটিউশন স্থাপন, ৪৯১.৩৪ কোটি টাকা ব্যয়ে জাতীয় কবি কাজী নজরুর ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন, ১৩৯.৬২ কোটি টাকা ব্যয়ে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্প, ৭৪.৮৮ কোটি টাকা ব্যয়ে আই হেল্থ প্রমোশন এন্ড প্রিভেন্শন অব ব্লাইন্ডনেস ইন সিলেকটেড এরিয়াস অব বাংলাদেশ, ১৭৯৯.১১কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ রেলওয়ের জন্য ২০টি মিটারগেজ ডিজেল ইলেকট্রিক লোকমোটিভ এবং ১৫০ টি মিটারগেজ যাত্রীবাহী ক্যারেজ সংগ্রহ, ৬৩০.১৩ কোটি টাকা ব্যয়ে চট্রগ্রাম সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ সড়ক এবং ব্রিজ উন্নয়নে আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ ও সড়ক আলোকায়ন, ১১৪.৪৯ কোটি টাকা ব্যয়ে ত্রিশাল-বালিপাড়া-নান্দাইল জেলা মহাসড়ক প্রশস্ত ও মজবুতীকরণ, ১০৬৩.২৫ কোটি টাকা ব্যয়ে মিরসরাই ১৫০ মে.ও. ডুয়েল ফুয়েল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, ৩২৪.৫৯ কোটি টাকা ব্যয়ে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে বিদ্যুৎ সরবরাহে সঞ্চালনা অবকাঠামো উন্নয়ন, ৬৯.১৭ কোটি টাকা ব্যয়ে সিরতা, ময়মনসিংহ ও কালকিনি, মাদারীপুর ইসলামীক মিশন হাসপাতাল কমপ্লেক্স ভবন নির্মাণ এবং বায়তুল মোকাররম ডায়গনস্টিক সেন্টার শক্তিশালীকরণ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়