শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০১৭, ০৯:৩৭ সকাল
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৭, ০৯:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পশ্চিম তীরকে জেরুজালেমের অন্তর্ভুক্ত করতে ইসরায়েলের পার্লামেন্টে ভোটাভুটি শনিবার

সাইদুর রহমান : ট্রাম্পের জেরুজালেম স্বীকৃতিকে আর্শীবাদ মনে করে ইসরায়েল এখন অধিকৃত পশ্চিম তীরকেও গ্রেটার জেরুজালেমের ভেতর অন্তর্ভুক্তি র জন্য পার্লামেন্টে ভোটাভুটির আয়জন করেছে। ইসরায়েলের সরকারি দল লিকুদ পার্টি পার্লামেন্টে এই প্রস্তাব আনে। পশ্চিম তীরকে জেরুজালেমে অন্তর্ভুক্তির পক্ষে ভোট দেয়ার পার্লামেন্টের সকল সদস্যের কাছে আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন লিকুদ পার্টি। খবর আল-জাজিরা আরবি।

অন্যদিকে, ফিলিস্তিন কর্তৃপক্ষ বলছে, ইসরায়েলের সম্প্রসারণমূলক এই প্রকল্প দুই রাষ্ট্র সমাধান ইস্যুকে ধ্বংস করে দিবে। বর্ণবাদী বৈষম্যকে উসকে দিবে।

ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী গিলাড অর্ডানসহ ইসরায়েলি পার্লামেন্টের স্পিকার ইউলি এডলিসান বলেছেন, পশ্চিম তীরকে জেরুজালেমের অন্তর্ভুক্ত করতে ভোটাভুটির জন্য আগামী সোমবার পার্লামেন্টের অধিবেশন বসবে

এই প্রকল্পকে স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চূড়ান্ত পরিণতি হিসেবে উল্লেখ করেন।

এরফলে অধিকৃত পশ্চিম তীরে এবং জেরুজালেমে ইসরায়েলি আইন প্রয়োগ করা যাবে। এবং কোনো বাধা-বিপত্তি
ছাড়াই বিরাট আকারে বসতি স্থাপনা করা যাবে।

উল্লেখ্য, এই পরিকল্পনা এমন সময় নেয়া হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছে। এরফলে ইসরায়েল সহজেই ফিলিস্তিনি ভূখণ্ড চুরি এবং কুক্ষিগত করতে পারবে। এবং অবাধে পশ্চিম তীরে ইহুদি বসতি নির্মাণ করতে পারবে।

আনিস/

  • সর্বশেষ
  • জনপ্রিয়