শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০১৭, ০৮:৫৭ সকাল
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৭, ০৮:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বলিউডের ‘ইজ্জত’ রক্ষা করলেন সালমান খান!

জাহাঙ্গীর বিপ্লব: হতাশা কাটিয়ে বছরের শেষ হাসি’টা যেন হাসছেন বলিউড স্টার সালমান খানই। প্রতিবছরই বলিউড যেন থাকে খান’দের দখলে। কিন্তু বলিউডের সেই দীর্ঘদিনের রীতি যেন ভেঙে যাচ্ছিল এবার। শাহরুখ, আমির এবং সালমান খানকে কাচকলা দেখিয়ে বলিউডে যেন মাথা উচুঁ করে দাঁড়িয়েছিল দক্ষিণী সিনেমা ’বাহুবলী-টু’।

এরইমধ্যে নিজের ব্যর্থতা স্বীকার করে ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খান। আবার মিস্টার পারফেকশনিস্ট’ বলে খ্যাত আমির খানও কোনো দ্যুতি ছড়াতে পারেননি। এদিকে গতবছরের বলিউড কাঁপানো সালমান খানের জৌলসও যেন স্তিমিত হয়ে আসে। সবাই যেন তাকিয়েছিলেন সালমান খান অভিনীত বছরের শেষ সিনেমা 'টাইগার জিন্দা হ্যায়'র ওদিকে।

কিন্তু মুক্তির আগেই নানা অভিযোগ ওঠায় বলিউডবোদ্ধাদের পাশাপাশি দর্শকের প্রত্যাশাতেও যেন ভাটা পড়ে অনেকটা। তবে সব অনিশ্চয়তা কাটিয়ে ভক্ত-অনুরাগের মধ্যে আশার সঞ্চার করেছেন সালমান খান। বছর শেষে বেশ ফুর-ফুরে মেজাজে আছেন বলিউড সুপারস্টার সালমান খান এবং 'টাইগার জিন্দা হ্যায়' ছবির কলাকুশলীরা। মুক্তির প্রথম তিন দিনেই একশো কোটি টাকার ক্লাবে প্রবেশ করেছে সিনেমাটি। একইসঙ্গে কাঁপাচ্ছে বক্স অফিসও। এখন পর্যন্ত 'টাইগার জিন্দা হ্যায়' দিয়ে ব্যবসার পরিমাণ প্রায় ১১৪.৯৩ কোটি টাকা। যা ইতিবাচক ইঙ্গিত বলে মনে করছেন বলিউডের চলচ্চিত্র সমালোচকরা।

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর মুক্তি পেয়েছে সালমান খান-ক্যাটরিনা কাইফ অভিনীত 'টাইগার জিন্দা হ্যায়' সিনেমাটি। জানা গেছে, মুক্তির প্রথম দিন শুক্রবার 'টাইগার জিন্দা হ্যায়' ৩৪.১০ কোটি, পরেরদিন শনিবার ৩৫.৩০ কোটি ও রোববার ৪৫.৫৩ কোটির ব্যবসা করছে। শুধুৃ তাই নয়, সালমান খানের 'বাজরাঙ্গি ভাইজান’ এবং ‘সুলতান’কেও ছাড়িয়ে গেল 'টাইগার জিন্দা হ্যায়'। প্রথম ৩ দিনে বাজরাঙ্গি ভাইজানের আয় হয়েছিল ১০২.৬০ কোটি টাকা। আর সুলতান উপার্জন করেছিল ১০৫.৫৩ কোটি।

সবমিলিয়ে সালমান খান বছর শেষে নতুন ঝলক দেখাবেন-এমনই ধারণা সবার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়