শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০১৭, ০৮:৪৭ সকাল
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৭, ০৮:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন বয়কট করেছেন রাশিয়ার বিরোধীদলিয় নেতা

লিহান লিমা: ২০১৮ সালে অনুষ্ঠিত হতে যাওয়া রুশ সাধারণ নির্বাচনে অংশ গ্রহণ করতে পারছেন না দেশটির বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনি। দেশটির নির্বাচন কমিশন রেজিস্ট্রেশন জমা দেয়ার এক দিন পর এটি বাতিল করে জানায়, তিনি নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবেন না। সিইসি’র এই সিদ্ধান্তের পর নাভালনি নির্বাচন বয়কট করেন।

আসছে মার্চের নির্বাচন বয়কট করার ঘোষণা দিয়ে নাভালনি বলেন, ‘আমাদের নির্বাচনে অংশ নিতে দেয়া হচ্ছে না। এটি পুতিন ও অন্যান্যরা ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন। তিনি তার জন্য এতটুকু হুমকিও রাখতে চান না।’

অন্যদিকে সিইসি’র সদস্য বরিস এভজেভ বলেন, অপরাধে অভিযুক্ত হয়ে যে নাগরিক কারাদ- ভোগ করেছিল এবং যার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে তার রুশ ফেডারেশনের প্রেসিডেন্ট নির্বাচন করার কোন অধিকার নেই।’ রুশ আইনে সাজাপ্রাপ্ত কোন আসামী নির্বাচনে অংশ নিতে পারে না। কিন্তু নাভালনি’র সমর্থকরা বলছেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণদিতভাবে তাকে প্রেসিডেন্ট নির্বাচন থেকে কৌশলে সরিয়ে নেয়া হয়েছে।

রুশ বিশেষজ্ঞ ডোয়ার্থি জিল বলেন, ‘এমনিতেই পুতিন কোন সন্দেহ ছাড়াই এই নির্বাচনে জয় লাভ করতেন । কারণ বেশিরভাগ রাশিয়ান তাকে পছন্দ করে ও পুতিনেই আস্থা খুঁজে পায়। কিন্তু তরুণদের কাছে নাভালনি অনেক জনপ্রিয়। এটি ক্রেমলিনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।’

উল্লেখ্য, ১৯৯৯ থেকে ক্ষমতায় আছেন পুতিন। তিনি চতুর্থবারের মত প্রেসিডেন্ট নির্বাচন করতে যাচ্ছেন। সিএনএন জানায়, পুতিন রুশ রাজনৈতিক ব্যবস্থা প্রতিযোগিতামূলক ও স্থিতিশীল করার কথা বললেও রাজনৈতিক বিরোধীদের তিনি দমিয়ে রাখছেন এবং তা তৈরির তিনি কোন সুযোগ দিচ্ছেন না। সিএনএন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়