শিরোনাম

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০১৭, ০৮:৪৬ সকাল
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৭, ০৮:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাল্টা পদক্ষেপ হিসেবে ভেনেজুয়েলার রাষ্ট্রদূতকে অপসারণ কানাডার

লিহান লিমা: ভেনেজুয়েলার রাষ্ট্রদূতকে দেশ ছাড়ার নির্দেশ দিল কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে কারাকাস কানাডার কূটনৈতিককে অপসারণের পর পাল্টা পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেয় কানাডা।

দুইদিন আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার প্রশাসনের মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলায় কানাডার দূতকে অপসারণ করেন।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিশ্চিয়া ফ্রিল্যান্ড বলেন, ‘মাদুরো সরকারের পদক্ষেপের জবাবে আমি ঘোষণা করছি, কানাডাতে ভেনেজুয়েলার রাষ্ট্রদূত আর প্রবেশ করতে পারবেন না। ’ ফ্রিল্যান্ড আরো বলেন, ‘কানাডার রাষ্ট্রদূতকে অপসারণ করে মাদুরো তার দেশে গণতন্ত্র পুনঃরুদ্ধার ও ভেনেজুয়োর নাগরিকদের সাহায্য করার সব পথ রুদ্ধ করে দিয়েছেন। কানাডার সরকার কখনোই গণতন্ত্র ও মানবাধিকার লঙ্ঘনকারী সরকারের পাশে থাকবে না।’

প্রসঙ্গত, গণতান্ত্রিক অধিকার খর্ব, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে পশ্চিমা দেশগুলো মাদুরোর সমালোচনা করে আসছে। যদিও মাদুরো আন্তর্জাতিক সমালোচনাকে কানে তুলছেন না।

এর আগে, সেপ্টেম্বরে কানাডা যুক্তরাষ্ট্রকে অনুকরণ করে মাদুরোসহ দেশটির ৪০জন ক্ষমতাধর ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ডেইলি নিউজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়