শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০১৭, ০৭:১৪ সকাল
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৭, ০৭:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারওয়ান বাজার স্থানান্তর: আশাবাদী কর্তৃপক্ষ, ব্যবসায়ীদের ‘না’

ফারমিনা তাসলিম: মহাখালী, আমিনবাজার ও যাত্রাবাড়ীতে ভবন নির্মাণ শেষ হলেও কারওয়ান বাজার সরছে না। চলাচলের রাস্তা ও ভবন নির্মাণে নানা ত্রুটির বিষয় সামনে এনে অনড় অবস্থানে ব্যবসায়ীরা। ডিএনসিসিও শুরু করেছে মার্কেট তিনটির বিকল্প ব্যবহার। তবে বাজার সরিয়ে নেয়ার ব্যাপারেও আশাবাদ জানাচ্ছেন প্রধান নির্বাহী ও প্যানেল মেয়র।

কারওয়ান বাজারে বিজনেস হাব গড়ার পরিকল্পনায় মহাখালী, আমিনবাজার ও যাত্রাবাড়ীতে তিনটি পাইকারি কাঁচাবাজার নির্মাণ প্রকল্প একনেকে পাস হয় ২০০৬ সালে। কয়েক দফা সময় বাড়িয়ে শেষ হয়েছে ভবন নির্মাণের কাজ।

তবে বাজার সরানোর প্রশ্ন এলেই নানা অজুহাত দেখাচ্ছেন কারওয়ান বাজারের ব্যবসায়ীরা। সংকট কাটাতে তাদের সঙ্গে বেশ কয়েকবার আলোচনায় বসেন উত্তর ঢাকার প্রয়াত মেয়র আনিসুল হক। তারপরও কোনো ফল আসেনি।

কারওয়ান বাজারের ব্যবসায়ী নেতা লোকমান হোসেন বলেন, সিটি করপোরেশনের পরিকল্পনামাফিক মার্কেট প্ল্যান তৈরি করতে পারিনি। সিটি করপোরেশন চাচ্ছে মহাখালী, আমিনবাজার ও যাত্রাবাড়ীতে বাজার বদল করে কারওয়ান বাজার খালি করে ফেলবে। আমি মনে করি এটা সম্পূর্ণ আইন বহির্ভূত। এটা কারওয়ানবাজারের ব্যবসায়ীদের প্রতি একটা অবিচার।

আনিসুল হকের মৃত্যুর পর কাঁচাবাজার সরিয়ে নেয়ার প্রক্রিয়া অনিশ্চিত হয়ে পড়ছে কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম বলেন, মার্কেটের নিজস্ব প্রক্রিয়া ও নিজস্ব পদ্ধতি দিয়ে কাজ চলছে। আমরা যথাসময়ে কারওয়ানবাজার থেকে মহাখালী, আমিনবাজার ও যাত্রাবাড়ীর দিকে স্থানান্তর করা হবে।

ডিএনসিসি নির্বাহীর বক্তব্যের বিপরীত চিত্র হলো মহাখালী-আমিনবাজার মার্কেটে। মহাখালীতে নারীদের জন্য হয়েছে হলিডে মার্কেট। আমিনবাজারের মার্কেট চত্বরে উত্তর সিটি করপোরেশনের গ্যারেজ।

কারওয়ানবাজারে বহুতল ভবন করে স্থায়ী ৩টি পাইকারি বাজারের জায়গা না দিলে এবং মহাখালী-আমিনবাজার-যাত্রাবাড়ীর ভবনের অবকাঠামো চাহিদা মাফিক না হলে সরতে রাজি নন ব্যবসায়ীরা। তাদের এই অবস্থানকে অযৌক্তিক মনে করেন প্যানেল মেয়র।

ডিএনসিসির প্যানেল মেয়র ওসমান গণি বলেন, যে পদক্ষেপ গ্রহণ করেছে আনিসুল হক সাহেব সেটা অবশ্যই বাস্তবায়ন হবে। একটু সময়ের ব্যাপার সবকিছু গুছিয়ে স্থানান্তর করা হবে। সেটি চিন্তা ভাবনা চলছে। খুব তাড়াতাড়ি আমরা একটা সমাধানে আসব।

দাম দর, একমুখি সড়ক ও নির্মাণত্রুটির কথা বলে ব্যবসায়ীরা না যাওয়ায় এরই মধ্যে মার্কেটগুলোর বিকল্প ব্যবহার শুরু করেছে ডিএনসিসি।

সূত্র - ইনডিপেনডেন্ট টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়