শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০১৭, ০৬:২৫ সকাল
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৭, ০৬:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কঙ্গোর প্রেসিডেন্টের বাসভবন জ্বালিয়ে দিয়েছে বিদ্রোহীরা

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: কঙ্গোর প্রেসিডেন্ট জোসেফ কাবিলার বাসভবন জ্বালিয়ে দিয়েছে বিদ্রোহীরা। সোমবার বিদ্রোহী গ্রুপটির হামলার এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
দেশটির সেনাবাহিনীর এক কর্মকর্তা জানায়, বাসভবনটি থেকে ‘মাই মাই’ নামক ওই গোষ্ঠির সদস্যরা কোনো কিছু চুরির চেষ্টা করছিল। স্থানীয় সময় তিনটার দিকে তারা বাসভবনটি আক্রমণ করার চেষ্টা করে পরবর্তীতে আগুন ধরিয়ে দেয় বলে জানান তিনি।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় সোমববার নয়জন সেনা সদস্যকে অতর্কিত আক্রমনে হত্যা করে দক্ষিণ কিভু প্রদেশের বিদ্রোহী গোষ্ঠী। এছাড়াও রবিবার এক লেফটেনেন্টকেও দেশটির বারাকা জেলায় হত্যা করা হয়েছে বলে জানানো হয়। প্রেসিডেন্টের বাড়িতে হামলা এবং সেনাসদস্যের হত্যার বিষয়ে মাইমাই গোষ্ঠিই দায়ী বলে মনে করছেন সেনা সদস্যরা।
২০১৭ সালে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কাবিলা ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত নির্বাচনটি স্থগিত করে। এরপর থেকে মুসিয়েনেনেবাসী নিয়মিতই কাবিলার বিরুদ্ধে এই ধরণের বিদ্রোহ প্রত্যক্ষ করে আসছে। পাস্কাল মুকুন্দি নামে এক মুসিয়েনেনেবাসী জানায়, রাতে আগুনের ধোঁয়ায় ঘুম ভেঙ্গে গেলে আমরা এমন অবস্থা দেখতে পাই। কঙ্গোর সামরিক দলের সাথে এই ধরনের সম্পর্ক খুবই সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে জানায় এলাকাবাসীরা। এএফপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়