শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০১৭, ০৬:২৭ সকাল
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৭, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজসাক্ষী হতে চান মানবতাবিরোধী মামলার আসামি

জান্নাতুল ফেরদৌসী: ময়মনসিংহের মুক্তাগাছার মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি আব্দুল লতিফ রাজসাক্ষী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি চলাকালে তিনি এ আশা প্রকাশ করেন। সূত্র: আরটিভি

ট্রাইব্যুনাল এ বিষয়ে শুনানির জন্য আগামী ১১ জানুয়ারি দিন ধার্য করেছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর ছিলেন শাহেদুর রহমান ও রেজিয়া সুলতনা চমন।

এর আগে গেল ২২ নভেম্বর ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি আব্দুল লতিফ। একই মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন, মুক্তিপণ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে হত্যা, গণহত্যাসহ ৬টি অভিযোগ আনা হয়েছে। এ সংক্রান্ত প্রতিবেদন আজই ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে জমা দেয়া হবে। অভিযুক্ত ১১ আসামির মধ্যে ৯ জন গ্রেফতার আছেন। বাকি দুই জন পলাতক।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার কোনো আসামি এই প্রথমবার রাজসাক্ষী হওয়ার আশা প্রকাশ করলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়