শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০১৭, ০৫:১০ সকাল
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৭, ০৫:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোনালদোর ওপর ক্ষেপেছেন মাদ্রিদ ভক্তরা

স্পোর্টস ডেস্ক: লা-লিগায় খুব একটা ভাল অবস্থানে নেই রিয়াল মাদ্রিদ। শনিবার সুবর্ণ এক সুযোগ এসেছিলো রিয়ালের সামনে। কাতালিয়ানদের হারিয়ে শিরোপার দৌড়ে অবস্থানটা শক্ত করে নিতে পারতো জিদানের শিষ্যরা। কিন্তু এ দিনের এল ক্লাসিকোতে তিন গোলের ব্যাবধানে হেরে উল্টো শিরোপার দৌড় থেকে ছিটকেই পড়লো রোনালদোর দল। বার্সার চেয়ে ১৪ পয়েন্টে পিছিয়ে আছে রিয়াল।

এল ক্লাসিকোতে রোনালদোর গোল করতে না পারা এবং প্রিয় দলের এমন করুণ চিত্র স্বভাবতই মেনে নিতে পারেনি ভক্তরা। তাই মেসি-সুয়ারেজদের কাছে এমন হারের পর ভক্তদের তোপের মুখে পড়েছেন রিয়ালের এ পর্তূগীজ তারকা।

এল ক্লাসিকোর পর স্টেডিয়ামের বাইরে ভক্তদের প্রতিক্রিয়া নিয়ে স্পেনের একটি সবাংদ মাধ্যম সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে রিয়ালের পরাজয়ে অনেকেই রোনালদো সমালোচনা করছেন। এমনকি বার্সার ভক্তরাও পর্তূগীজ এ তারকাকে বিদ্রুপ করতে ছাড়ছেন না।

ভিডিওটিতে দেখা যায় রিয়ালকে হারানোয় বার্সেলোনার ভক্তরা স্টেডিয়ামের বাইরে আনন্দ প্রকাশ করছে। একজন দর্শক বলছেন, ‘তারা (রিয়াল) প্রথমার্ধে খুব ভালো খেললেও শেষার্ধে খুবই দুর্বল হয়ে পড়ে।’ আরেকজন রিয়াল ভক্ত বিমর্ষমুখে বলেছেন, ‘আমি জানি না রিয়ালে কী হয়েছে; তারা কি দলে পরিবর্তন আনবে? আমি জানি না।’

কাতালিয়ান এক ভক্ত অবশ্য সব কৃতিত্ব আর্জেন্টাইন তারকা মেসিকে দিয়ে বলেন, ‘এখানে মেসি আছে; মেসি আর সুয়ারেজই সব।’ রিয়ালের এক নারী ভক্ত রোনালদোর ওপর এতই বিরক্ত হয়েছেন যে তিনি রোনালদোকে বেঞ্চে বসিয়ে রাখার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ‘রোনালদোকে বেঞ্চে বসিয়ে রাখা উচিৎ।’

রিয়ালের এক কিশোর ভক্ত বলেছেন, ‘রোনালদো ভালো করছে না। সে সব সময় গোল পায় না। অথচ আমরা তাকে সব সময় খেলাচ্ছি।’রিয়ালের আরেক প্রৌড় ভক্ত জানান ৩-০ ব্যবধানে তিনি খুবই হতাশ হয়েছেন। রিয়াল ভক্তদের এটা (হার) প্রাপ্য ছিলো না বলে জানান আরেক ভক্ত। স্পোর্টসডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়