শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০১৭, ০৫:০২ সকাল
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৭, ০৫:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাজার দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা জরুরি

কমরেড খালেকুজ্জামান : চালের দাম বৃদ্ধিতে অসুবিধায় পড়েছে মানুষ। বাজারকে অস্থিতিশীল করা একটা কায়েমি স্বার্থবাদী দল আছে। কৃত্রিম সংকট সৃষ্টি করে তারা বাজারে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি করে। ব্যাপক মুনাফা লাভের লোভে যে চক্র সক্রিয় থাকে, তাকে নিয়ন্ত্রণে আনা প্রথম প্রয়োজন। এই অবস্থা কেন তৈরি হল সেই ক্ষেত্রে বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ যদি হয়, তার মোকাবেলার জন্য যে প্রস্তুতি সেটা ছিল না। এখন বর্তমান অবস্থা মোকাবেলা করতে কি করণীয় এবং ভবিষ্যতের জন্য কি প্রস্তুতি নেওয়া প্রয়োজন, তার জন্য গভীর মনোযোগ প্রয়োজন। কিন্তু বাস্তবে দেখা যায়, বাজার অস্থিতিশীল করার জন্য একটা চক্র সক্রিয়, যারা ক্ষমতাসীনদের সাথে কোনো না কোনো ভাবে যুক্ত। যে কারণে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না। যখন মরিচের আমদানী মূল্য ২৪ টাকা, তখন ১২০ টাকা দাম হয়ে যায়। এর কোনো যুক্তি থাকতে পারে না। কোনো বাজার নিয়মের মধ্যেই সেটা পড়ে না। পেয়াজের দাম ১২০ টাকা হওয়া এবং চালের দাম হঠাৎ করে লাফিয়ে ১০ টাকা বেড়ে যাওয়া, এগুলো স্বাভাবিক বাজার বা স্বাভাবিক নিয়মের মধ্যে পড়ে না।

এই অস্বাভাবিকতা, সেটা বাস্তবে একটা পরিস্থিতির সুযোগ গ্রহণ করাকে বুঝায়। কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারকে অস্থিতিশীল করে মুষ্টিমেয় কিছু লোক অঢেল সম্পদের মালিক হয়ে যাওয়াও অস্বাভাবিক। সারা দেশে অরাজকতা চলছে। ব্যাংক ব্যবস্থা, পুঁজিবাজার সব জায়গায় অরাজকতা বিরাজ করছে। এই অবস্থার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা অপরাধ করে যাচ্ছে। জনগণের পকেট কেটে তারা রাতারাতি ধনী হচ্ছে। এর ফলে নিম্নবিত্ত এবং হতদরিদ্র মানুষ, তারা আরও বেশি দুঃসহ জীবনের দিকে ধাবিত হচ্ছে। বেশ কিছু সংখ্যক মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। শতকরা পাঁচ ভাগ মানুষ সর্বনিম্ন পর্যায়ে দ্রুত হতদরিদ্র হওয়ার বা দারিদ্র্য সীমার নিচের দিকে ধাবিত হওয়ার পথে। এটা একটা অশনি সংকেত। কারণ, মানুষের আয়ের তুলনায় ব্যয় যখন বাড়ে, তখন সামাজিক ভারসাম্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি, গোটা সিস্টেমটায়, উৎপাদন ব্যবস্থার ওপরে তার ক্রিয়া-প্রতিক্রিয়া নেতিবাচক হয়। ফলে অবিলম্বে তাদেরকে বিশেষ করে বাজার দুর্বৃত্ত যারা আছে এবং যারা ক্ষমতাসীনদের পশ্রয়ে বা মদদে নিজেদেরকে নিরাপদে রাখতে সক্ষম হচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা খুব জরুরি।

পরিচিতি : সাধারণ সম্পাদক, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)
মতামত গ্রহণ : সানিম আহমেদ
সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়