শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০১৭, ০৪:২৫ সকাল
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৭, ০৪:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে চলছে নীরব চাঁদাবাজি

জান্নাতুল ফেরদৌসী: হয় চাঁদা নয় মৃত্যু- এমন চিঠি আর ক্ষুদে বার্তা পাঠিয়ে রাজধানীতে চলছে নীরব চাঁদাবাজি। অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হচ্ছে শীর্ষ সন্ত্রাসীদের নাম। চাঁদা না দিতে না পারায় হামলার শিকারও হচ্ছেন ব্যবসায়ীরা। পুলিশ বলছে, একটি প্রতারক চক্র শীর্ষ সন্ত্রাসীদের নামে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করছে। সূত্র: ডিবিসি নিউজ টিভি

তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীরা দেশ ছেড়েছে অনেক আগেই। কিন্তু এখনো তাদের নামে চাঁদা তোলা হচ্ছে রাজধানীর বিভিন্ন জায়গায়। অভিযোগ রয়েছে ভারতে থাকা ইব্রাহিম, শাহাদৎ ও সুব্রত বাইনের নাম ভাঙ্গিয়ে মিরপুরের পল্লবীতে চাঁদা তুলে থাকে তাদের অনুসারীরা।

বেশীর ভাগ সময় শিল্প প্রতিষ্ঠানের মালিক ও ব্যাবসায়ীদের কাছে চিঠি কিংবা মোবাইল ফোনে ক্ষুদে বার্তায় চাওয়া হয় এসব চাঁদা। আর দিতে না পারলে মেরে ফেলার হুমকি দেয়া হয়। পাঠানো হয় কাফনের কাপড়। চাঁদা না দেওয়ায় হামলার শিকার হয়েছেন অনেক ব্যবসায়ী।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের কাছে ১ কোটি টাকা চাঁদা চেয়ে পরপর দুটি চিঠি পাঠিয়েছে নতুন একটি গ্রুপ। তাদের দাবি প্রধানের নির্দেশে তারা আত্মপ্রকাশ করেছে। একটি নির্দিষ্ট জায়গায় ওই চাঁদার টাকা নিয়ে যেতে বলা হয়েছে চিঠিতে।

শুধু তাই নয় চাঁদা না দিলে প্রধানের নির্দেশে টেলিভিশন ভবন উড়িয়ে দেয়ার হুমকিও দেয়া হয়েছে। সেইসাথে রয়েছে পরিবারের উপর হামলা চালানোর কথাও। চিঠিতে বেশ কয়েকজনের ছবিও জুড়ে দেয়া হয়েছে। যাদের চাঁদা না দেয়ায় হত্যা করা হয়েছে বলে দাবি করছে গ্রুপটি।

একটি চিঠির খামে প্রেরকের ঠিকানা লেখা আছে। আর চিঠিতে রয়েছে আত্মপ্রকাশের ছোট বর্ণনা। বলা আছে ভাটারা থানা পুলিশ তাদের কেনা।

পুলিশ বলছে, ব্যবসায়ীদের ব্যক্তিগত তথ্য নিয়ে বেশীর ভাগ ক্ষেত্রে শীর্ষ সন্ত্রাসীদের নাম ভাঙ্গিয়ে একদল প্রতারক চক্র কৌশলে কাজগুলো করছে। আর বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া হত্যাকাণ্ডে নিহতদের ছবি নিজেদের ভিকটিম বলে প্রকাশ করছে তারা।

এসব ঘটনায় আতঙ্কিত না হয়ে পুলিশকে জানাতে পরামর্শ দিয়েছেন উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান।

উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান বলেন, প্রতারকদের এমন চিঠিতে দেখে গেছে ভুয়াচক্র। এসব ঘটনায় আতঙ্কিত না হয়ে পুলিশকে জানাতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়