শিরোনাম
◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০১৭, ০৩:২৫ রাত
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৭, ০৩:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে শেখ হাসিনা আপস করবেন না : কাদের

নিজস্ব প্রতিবেদক : সরকার মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে আপস করেছে কি না, সেই প্রশ্ন ছড়াচ্ছে জানিয়ে একে অসত্য প্রচার বলেছেন আওয়ামী লীগ নেতা ও সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের। সাম্প্রতিক কলকাতা সফরেও এই প্রশ্ন উঠেছিল জানিয়ে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, সরকারের নানা ভুল হতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে কোনো আপস করবেন না শেখ হাসিনা।

বিজয় দিবস উপলক্ষে সোমবার সন্ধ্যায় জাতীয় জাদুঘর মিলনায়তনে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির আলোচনায় বক্তব্য রাখছিলেন কাদের।

কলকাতা সফরের কথা উল্লেখ করে সড়ক মন্ত্রী বলেন, ‘আমি সেখানকার সুশীল সমাজের সাথে মতবিনিময় করেছিলাম। সেখানে অনেকই প্রশ্ন করেছে আমরা কি আপস করছি? আজকে অনেকই এটা ছড়াচ্ছে। যাতে আমাদের বন্ধুরা আমাদের ভুল বুঝে। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা কারো সঙ্গে আপস করেন না।’

‘আমাদের ভুল হতে পারে কিন্তু চেতনা থেকে সরে যাইনি’।

কাদের বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে চ্যালেঞ্জ মোকাবেলা করছি। আমরা সময়ে পরিবর্তনে বাস্তবতার নিরিখে কখনো কখনো কৌশল পরিবর্তন করি। কৌশল বদলানো মানেই আদর্শের সাথে আপস নয়।’

সড়ক মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনা থেকে তরুণ সমাজকে বিভ্রান্ত করা হয়েছিল এবং সেই অবস্থা থেকে শেখ হাসিনাই বাংলাদেশে শেকড়ের ধারা দেশকে ফিরিয়ে এনেছেন।

আগামী জাতীয় নির্বাচনে পাকিস্তান সৃষ্টির ৪৭ এর চেতনার সঙ্গে বাংলাদেশ সৃষ্টির ৭১ এর চেতনার লড়াই হবে বলেও মন্তব্য করেন কাদের।

নির্বাচনী জোট প্রসঙ্গে সড়ক মন্ত্রী ‘নির্বাচনকে সামনে রেখে ভোটের জোট হয়, কিন্তু সেটা রাজনৈতিক কিংবা আদর্শের নয়। এটা ভারতেও হয়ে থাকে। ১৯৭৫ পরবর্তী ২১ বছর সাম্প্রদায়িক শক্তি ডালপালা ছড়িয়েছিল। সেখানে থেকে রাতারাতি কি করে আমরা মূল ট্র্যাকে নিয়ে আসব? এটা অনেক চ্যালেঞ্জের ও কঠিন।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা আশাবাদী, আমরা আত্মবিশ্বাসী সাম্প্রদায়িক বিষবৃক্ষ যা ডালপালা গজিয়েছে তা জনগণকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে মূলোৎপাটন করতে পারব।’

‘আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক মানবতাবাদ, গণতন্ত্র, উন্নয়ন ও অর্জনের বাংলাদেশই বিজয়ী হবে।’

পাকিস্তানি কায়দায় দেশ চালানোর বিষয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মন্তব্যের জবাবে সাবেক প্রধানমন্ত্রীর দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেন কাদের।

‘বেগম জিয়া একাধিকার দেশের প্রধানমন্ত্রী ছিলেন। এতো দায়িত্বজ্ঞানহীন হবেন?’

আওয়ামী লীগ নেতা বলেন, ‘আমাদের মধ্যে রাজনীতিতে ভিন্নতা, মত ও পথের পার্থক্য থাকতে পারে কিন্তু দেশ নিয়ে তো আমরা গর্ব করি। পাকিস্তানি ভাবধারায় দেশ চলাচ্ছি এমন কথা বেগম জিয়া বলতে পারেন?’।

কাদের বলেন, ‘পরমাণু বোমা ছাড়া আর্থ সামাজিক সব সূচক আমরা পাকিস্তান থেকে এগিয়ে। তাদের আছে পরমাণু বোমা, এটার আমাদের দরকার নেই। আমাদের পরমাণু বোমা আমাদের জনগণ। ৭১ চেতনায় জাগ্রত তরুণ সমাজই হলো আমাদের পরমাণু বোমা।’

‘বেগম জিয়াকে সবিনয়ে বলবো শত চেষ্টা করেও বাংলাদেশকে পাকিস্তানি ধারায় ফিরিয়ে নেয়া যাবে না।’

বিএনপিকে উদ্দেশ্য করে সড়ক মন্ত্রী বলেন, ‘যখন দেশে আমরা স্বাধীনতাবিরোধীদের ফাঁসি ও তাদের রায় কার্যকর করছ তখন পাকিস্তানি সরকার জঘন্য ভাষায় কথা বলছিল, তখন আপনি (খালেদা জিয়া) ও আপনার দল ছিলো চুপচাপ। মির্জা ফখরুল ইসলাম সাহেব কোন টু শব্দও করেন নাই। সে দিন কেন চুপ ছিলেন, তাঁর জবাব আগামী নির্বাচনে দিতে হবে।’

মৈত্রী সমিতির সভাপতি অধ্যাপক ইমেরিটাস এ কে আজাদ চৌধুরীর সভাপতিত্বে আরও আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশে ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সঞ্জয় কে ভরদোয়াজ ও সংগঠনের সাধারণ সম্পাদক সুবীর কুশারী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়