শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০১৭, ১২:৪৪ দুপুর
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৭, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিলিপাইনের পর এবার ভিয়েতনাম অভিমুখে টাইফুন ‘টেমবিন’

সান্দ্রা নন্দিনী : প্রলঙ্কারী টাইফুন ‘টেমবিন’র আঘাতে ফিলিপাইনে ২৩০ জন মারা যাওয়ার পর এবার টাইফুনের জন্য প্রস্তুত হচ্ছে ভিয়েতনাম। এ লক্ষ্যে ভিয়েতনাম কর্তৃপক্ষ গতকাল সোমবার তাদের নি¤œাঞ্চলে বসবাসরত প্রায় ১০ লাখ মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে।

ভিয়েতনাম দুর্যোগ প্রতিরোধ কমিটি জানিয়েছে, এখন পর্যন্ত ৭৪ হাজার মানুষকে দুর্যোগপ্রবণ এলাকা থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া আরও ১৫টি প্রদেশ ও শহর কর্তৃপক্ষ প্রায় ১০ লাখেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি রেখেছে।

এদিকে, ভিয়েতনাম সরকার বাণিজ্যিক ও তেল উত্তোলনকারী জাহাজগুলেকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে আদেশ দিয়েছে। এছাড়া, প্রায় ৬২ হাজার মাছধরা নৌকাকেও সমুদ্রে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এ প্রসঙ্গে ভিয়েতনামের প্রধানমন্ত্রী জুয়ান ফুক এক সরকারি ওয়েবসাইটে বলেন, ভিয়েতনামের অবশ্যই নিজেদের তেল আর জাহাজগুলো রক্ষা করতে হবে। তাই তেল উত্তোলন বন্ধ করে শ্রমিকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে, দক্ষিণে অবস্থিত হো চি মিন শহরের স্কুলগুলোও সোমবার বন্ধ ঘোষণা করা হয়েছে। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়