শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০১৭, ১২:০২ দুপুর
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৭, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ ২৬ বছর বয়সীদের চেয়ে ধোনি এখনো বেশি ফিট’

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে গ্লাভস হাতে উইকেটের পেছনে ভারতের অতন্দ্র প্রহরী মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক ও উইকেটকিপার তিনি। ২০১১ সালে তার নেতৃত্বেই বিশ্বকাপ জেতে ভারত। টেস্ট থেকে অবসর নিয়েছেন আগেই।

এ বছরের শুরুর দিকে ওয়ানডের দায়িত্ব থেকেও সরে দাঁড়ান তিনি। সম্প্রতি খারাপ ফর্মের কারণে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। কয়েকজন সাবেক ক্রিকেটারও তাকে অবসর নেয়ার পরামর্শ দিয়েছিলেন। তবে ২০১৯ বিশ্বকাপে ৩৬ বছর বয়সী ধোনির ওপরই ভরসা রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

ধোনির ফর্ম নিয়ে যেমন সমালোচনা হয়েছে, তেমনি সমালোচকদের পাল্টা জবাবও দিয়েছেন কেউ কেউ। এবার যেমন সমালোচকদের মুখে চুনকালি দিয়ে ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী বলেলে সাবেক ভারত অধিনায়ক এখনো পারফর্ম করছেন তরুণদের মতোই। শাস্ত্রী বলেন, ‘ধোনি এখনো ভারতের ওয়ানডে দলের অপরিহার্য অংশ। সে এখনও তার চেয়ে ১০ বছরের জুনিয়রদের চেয়ে বেশি ফিট ও গতিশীল। সমালোচকরা সম্ভবত ৩৬ বছর বয়সে নিজেদের ক্যারিয়ারের অবস্থার সাথে মিলিয়ে ধোনির সমালোচনা করছেন।’

ধোনির সমালোচনাকারীদের ওপর যারপরনাই বিরক্ত শাস্ত্রী একটি চ্যানেলকে বলেন, ‘আমরা মূর্খ নই। আমি গত ৩০-৪০ বছর ধরে খেলা দেখছি। আমরা জানি, এই বয়সেও ধোনি ২৬ বছরের একজন খেলোয়াড়কে হারিয়ে দিতে পারবে।’

উইকেটের পেছনের ক্ষিপ্রতায় ধোনি এখনও অপ্রতিদ্বন্দ্বী। ওয়ানডেতে ভারত যে এখনও ধোনির বিকল্প খুঁজে পায়নি তা নির্বাচকদের সভাপতি এমএসকে প্রসাদের কথায়ও পরিস্কার। তিনি বলেন, ‘ভারত ‘এ’ দলে আমরা কয়েকজন উইকেটকিপারকে প্রস্তুত করার চেষ্টা করেছি। তবে বিশ্বকাপ পর্যন্ত আমরা ধোনির কোন বিকল্প ভাবছি না।’

ধোনি যে এখনও সেরা তা জোর দিয়েই বলেছেন প্রসাদ। তিনি বলেছেন, ‘আমার মনে হয় ধোনি এখনও বিশ্বের এক নম্বর উইকেটকিপার। এখানে তুলনার সুযোগ নেই। আমি ভারত তো বটে, বিশ্ব ক্রিকেটে কোন উইকেটকিপারকে দেখি না যিনি ধোনির কাছাকাছি আসতে পারেন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়