শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০১৭, ১০:২২ দুপুর
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০১৭, ১০:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরব দেশগুলো গোপনে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখছে, দাবি মিসরীয় সাংসদের

রাশিদ রিয়াজ : যদিও মিসর ও জর্ডানের সঙ্গে ইসরায়েলের শান্তি চুক্তি রয়েছে তারপরও আরো কয়েকটি আরব দেশ গোপনে দেশটির সঙ্গে সম্পর্ক রাখছেন এমন দাবি করেছেন মিসরের পার্লামেন্টের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা কমিটির চেয়ারম্যান কামাল আমের। এধরনের দাবি অবশ্য ইসরায়েলি মন্ত্রী ও রাষ্ট্রদূতরা একাধিকবার করেছেন। উপসাগরীয় কয়েকটি দেশ ইসরায়েল ও মুসলিম দেশগুলোর সঙ্গে মধ্যস্থতা করছে বলেও জানান কামাল আমের। তিনি মিসরের স্থানীয় একটি ওয়েবসাইট মাসর আল-আরাবিয়ার কাছে গত শনিবার বলেন, অনেক আরব দেশই টেবিলের নিচ দিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রক্ষা করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ বিষয়টি স্বীকার করেছেন।

কামাল আমের আরো বলেন, মিসর কিংবা জর্ডানের মত কোনো শান্তি চুক্তির অধীনে ইসরায়েলের সঙ্গে মুসলিম দেশগুলোর এ সম্পর্ক অনুসরণ করা হচ্ছে না, যা হচ্ছে তা গোপনভাবে। এসব দেশের কোনো দেশের শীর্ষ নেতারা ইসরায়েলে অবকাশ কাটাতে আসছেন ও দেশটির সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলছেন। তবে তিনি মিসরের সিনাই অঞ্চলে ফিলিস্তিন রাষ্ট্র গড়ে তোলার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, সিনাই নিয়ে মিসর ৫ বছর ধরে যুদ্ধ করে আসছে এবং কূটনৈতিক যুদ্ধ করে আসছে আরো ৭ বছর ধরে। কোনো সামরিক বা রাজনৈতিক নেতা এধরনের সিদ্ধান্ত নিতে পারে না। হারেৎজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়