শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০১৭, ০৬:৪০ সকাল
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০১৭, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আড়াইহাজার-মদনপুর সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন

এম এ হাকিম ভূঁইয়া,আড়াইহাজার : নারায়ণগঞ্জের আড়াইহাজার-মদনপুর সড়কের প্রায় ১৭ কিলোমিটার সড়কের প্রায় অংশেই খানাখন্দে ভরা। এ সড়কে প্রতিদিন শতশত যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে।

জানা গেছে, রুপগঞ্জের গাউছিয়া এলাকায় প্রতিনিয়ত যানজটের কারনে আড়াইহাজার উপজেলার উত্তরাঞ্চল নরসিংদী এবং পূর্বাঞ্চল ব্রাঞ্ছারামপুর দ্রুত সময়ে যাতায়াতের জন্য (বাইপাস) এ সড়কটি ব্যবহার করছেন। চট্রগ্রাম থেকে ছেড়ে আসা নরসিংদীগামী মালবাহী কনটেইনার ও ট্রাক যাওয়াতের জন্যও এ সড়কটি বেছে নিয়েছে।

এছাড়াও আড়াইহাজার থেকে যাত্রীবাহী শত শত গাড়ী দ্রুত সময়ের ঢাকাসহ বিভিন্ন এলাকায় যাতায়তের প্রধান সড়ক এটি। ব্যস্ততম সড়কটি পাশ্ববর্তী জেলা নরসিংদীর এলাকা হয়ে আড়াইহাজার উপজেলা হয়ে সোনারগাঁওয়ের নোয়াপুর এলাকা পর্যন্ত খানাখন্দে ভরপুর। এতে গাড়ী যাতায়তে প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী, চালক ও হেলপারদের।

সম্প্রতি আড়াইহাজারে একটি জনসভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আগমনকে কেন্দ্র করে সড়কের কিছু অংশ দায়সারা মেরামত করা হয়। এতে কাজের কাজ কিছুই হয়নি। সরু এ সড়কে অতিরিক্ত যানবাহন চলাচলের ফলে প্রায় সময় দীর্ঘ যানজট লেগে থাকতে দেখা যায়। গাড়ী বিকল হয়ে পড়ছে প্রায় সময়। এতে ভোগান্তির মাত্রা অসহনীয় হয়ে উঠে। বাস চলাচলে ব্যাহত হওয়ায় ধীরে ধীরে এ সড়কের সড়কের প্রধান বাহনই হয়ে উঠেছে সিএনজি।

এ সড়কে অতিরিক্ত যাত্রীর চাপ থাকায় এবং খানাখন্দের অজুহাতে দ্রুতের তুলনায় চালকরা যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করছেন নিয়মের চেয়ে দ্বিগুন থেকে তিনগুন বেশী। সন্ধ্যা হলেই ভাড়া আদায়ের হার আরও বেড়ে যাচ্ছে।

আড়াইহাজার পৌরসভা বাজারের ব্যবসায়ী আলমগীর জানান, সপ্তাহে অন্তত দুই দিন ঢাকা থেকে মালামাল আনতে হচ্ছে। মদনপুর হয়ে আড়াইহাজারে আসতে সিএনজিই এখন একমাত্র ভরসা।

এতে অতিরিক্ত ভাড়াও গুনতে হচ্ছে। তিনি অভিযোগ করেন, সন্ধ্যা হলেই ভাড়া বেড়ে যাচ্ছে কয়েকগুন। পুরো সড়কে খানাখন্দ থাকায় সময়মতো গন্তব্যস্থলেও পৌঁছানো যাচ্ছে না। প্রতিদিনই শতশত গাড়ীরজট ঢেলে আমাদের যাতায়ত করতে হচ্ছে। গাড়ী প্রায় সময় রাস্তায় বিকল হয়ে যাচ্ছে। এতে ভোগান্তির মাত্রা অসহনীয় হয়ে উঠছে।

স্থানীয় অভিলাস পরিবহন কোম্পানীর চালক আল-আমিন বলেন, সড়কটি গাড়ী চলাচলের জন্য পুরো অযোগ্য হয়ে পড়েছে। প্রতিদিনই গাড়ীর যন্ত্রঅংশ নষ্ট হচ্ছে। রাস্তায় অতিরিক্ত খানাখন্দের ফলে গাড়ী প্রায় সময় বিকল হয়ে যাচ্ছে। অতিরিক্ত গাড়ীর চাপ থাকায় সড়কের খানাখন্দের মাত্রা বেড়ে গেছে। এতে ঘন্টার পর ঘন্টা প্রায় সময় যানজটে আটকে থাকতে হচ্ছে। তিনি আরও বলেন, এর ফলে আগের তুলনায় তার আয় রোজগারও কমে গেছে।

স্থানীয় বাসিন্দা সরকারি চাকরীজীবি মিজানুর রহমান বলেন, আড়াইহাজার-মদনপুর সড়কটি যেন একটি মরণ ফাঁদে পরিণত হয়ে গেছে। প্রতিদিনই বিভিন্ন যানবাহন গর্তে পড়ে উল্টে যাচ্ছে। এতে সঠিক সময়ে গন্তব্যে যাওয়া যাচ্ছে না। খানাখন্দের অজুহাতে দ্রুতের তুলনায় অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এতে আমার স্বল্প আয়ের লোকজনের প্রতিদিন যাতায়তে অনেক  বেগ পেতে হচ্ছে।

নারায়ণগঞ্জ জেলা সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী ওলিউল্যাহ বলেন, সড়কের খানাখন্দের মেরামত কাজ দ্রুতই শুরু করা হবে। কাজের টেন্ডার হয়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়