শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০১৭, ০৭:০৬ সকাল
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০১৭, ০৭:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-টোয়েন্টি সিরিজও জিতে নিল ভারত

কেএম হোসাইন : ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও জিতে নিলো ভারত। দ্বিতীয় ম্যাচে সিরিজ জয় নিশ্চিত করে ভারত শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে। তৃতীয়ও শেষ  টি-টোয়েন্টিতে ভারতের লক্ষ্য ছিলো  শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করা । সেই লক্ষ্য পূরণে স্বাগতিকরা টসে জিতে ব্যাটিংয়ে পাঠায় সফরকারীদের। ভারতের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। ২০ ওভারে শ্রীলঙ্কার ৭ উইকেটে করা ১৩৫ রান করে। স্বাগতিকরা ৫ উইকেট হারিয়ে ৪ বল হাতে রেখে জয় নিশ্চিত করে।

খেলার শুরু থেকেই ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। স্কোরে ১ রান করে জয়দেব উনাড়কাটের বলে প্যাভিলিয়নে ফেরেন নিরোশান ডিকবিলা। অভিষিক্ত ওয়াশিংটন সুন্দরের শিকার হয়ে খানিক পর তার পথ ধরেন কুশল পেরেরাও (৪)। আর ম্যাচসেরার পুরস্কার জেতা জয়দেবের দ্বিতীয় শিকার হয়ে উপুল থারাঙ্গা (১১) আউট হলে ১৮ রানেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারায় শ্রীলঙ্কা।

সাদিরা সামারাবিক্রমা ও অসেলা গুনারত্নে চেষ্টা চালিয়ে গেছেন দলকে টেনে তোলার। দাঁড়িয়েও গিয়েছিলেন, যদিও সামারাবিক্রমা ২১ রান করে আউট হলে ভাঙে তাদের জুটি। আর গুনারত্নে করেন দলীয় সর্বোচ্চ ৩৬ রান। শেষ দিকে দাসুন শানাকা ২৯ রান করলে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয় ১৩৫ রানে।

ভারতের শুরুটাও ভালো ছিল না। মাত্র ৪ রান করে প্যাভিলিয়নে ফিরে যান ওপেনার লোকেশ রাহুল। তবে আগের ম্যাচে টি-টোয়েন্টির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছোঁয়া রোহিত শর্মা ছিলেন চেনা ছন্দে। ‘ঘরের মাঠে’ অবশ্য খুব বেশিদূর যেতে পারেননি, ২০ বলে ২৭ রান করে থামেন ভারতীয় অধিনায়ক। এরপর শ্রেয়ার আইয়ারের ৩০ ও মনিশ পান্ডের ৩২ রানের ওপর ভর দিয়ে জয়ের পথ তৈরি করে ভারত। যে পথে এগিয়ে দিনেশ কার্তিক (১৮*) ও মহেন্দ্র সিং ধোনি (১৬*) নিশ্চিত করেন ভারতের জয়। ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়