শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০১৭, ০৬:২৩ সকাল
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০১৭, ০৬:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্ত ব্যাংকের ৯ম শাখার উদ্বোধন

ফরহাদ আমিন, টেকনাফ(কক্সবাজার) : টেকনাফে সীমান্ত ব্যাংকের নবম শাখা উদ্বোধন করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন এর উদ্বোধন করেন।

রোববার রাতে তিনি ব্যাংকের এই শাখার উদ্বোধন করেন।

এসময় বিজিব মহাপরিচালক বলেন, সীমান্ত ব্যাংক হচ্ছে গ্রাহকদের সীমাহীন আস্থার ঠিকানা। উন্নত ও আধুনিক সেবার মাধ্যমে এ ব্যাংক গ্রাহকদের সেবা প্রদাণ করবে। দেশের নিরাপত্তার পাশাপাশি আর্ত মানবতার সেবা ও গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এই ব্যাংকের অন্যতম লক্ষ্য।

ব্যবসায়ীসহ তিনি সকলকে এ ব্যাংকের সেবা গ্রহণের আহবান জানান। পরে তিনি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ব্যাংকের ৯ম শাখার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুখলেছুর রহমান, টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এসএম আরিফুল ইসলাম, টেকনাফ মডেল থানার পরিদর্শক (অপারেশন) শফিউল আজমসহ বিভিন্ন পেশাজীবি, ব্যবসায়ী, ব্যাংক কর্মকর্তা ও মিডিয়াকর্মী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সীমান্ত ব্যাংক বিজিবি কল্যাণ ট্রাস্ট পরিচালিত একটি ব্যাংক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়