শিরোনাম
◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও)

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০১৭, ০৬:১৮ সকাল
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০১৭, ০৬:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে অপহৃত মাদরাসাছাত্রের লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট : রোববার বিকালে শহরতলীর খাদিম কালাগুল চা বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌসুল হোসেন।

নিহত আল আমিন নগরীর শেখঘাট টিকরপাড়ার নুরুল ইসলাম টুটুলের ছেলে। সে ঘাসিটুলা হাফিজিয়া মাদরাসার হিফজ বিভাগের ছাত্র।

ওসি জানান, শনিবার সকাল থেকে আল আমিনকে খুঁজে পাচ্ছিল না তার পরিবার। ঘটনার পর থেকে দুলাভাই ফয়সল অপহরণ করেছে বলে সন্দেহ হয় পরিবারের।

রোববার সকালে কোতয়ালী থানায় ফয়সলের বিরুদ্ধে অপহরণের অভিযোগে মামলা করেন আল আমিনের বাবা নুরুল ইসলাম টুটুল।

দুপুরে টিকরপাড়া থেকে ফয়সল আহমদকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ফয়সলের স্বীকরোক্তিমতে সন্ধ্যায় খাদিম কালাগুল চা বাগান থেকে আল আমিনের লাশ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, আল আমিনের বোনের সাথে বনিবনা না হওয়ার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ।

কৌশলে বেড়ানোর কথা বলে আল আমিনকে চা বাগানের নির্জন স্থানে নিয়ে হত্যা করেন বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন ফয়সল।

সূত্র : ঢাকাটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়