শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০১৭, ০৬:১৫ সকাল
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০১৭, ০৬:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুরে হিন্দু পল্লীতে হামলার প্রধান আসামি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট : রংপুরের ঠাকুরপাড়া হিন্দু পল্লীতে অগ্নিসংযোগের ঘটনায় এক মাস পর এই মামলার প্রধান আসামি রংপুর জেলা পরিষদের প্রকৌশলী ফজলার রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি এই হামলার প্রধান পরিকল্পনাকারী বলে জানিয়েছে বাহিনীটি।

শনিবার রাজধানীর শ্যামলী থেকে ফজলারকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক।

আদালত সুত্র জানিয়েছে, রবিবার সন্ধা পৌনে ৬ টার দিকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আরিফুল ইসলামের আদালতে আসামি ফজলারকে জিজ্ঞাসাবাদের জন্য দুই মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। অপরদিকে আসামিপক্ষে জামিনের আবেদনও করা হয়। বিচারক জামিন নাকচ করে ২৭ ডিসেম্বর রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন।

ঠাকুরপাড়ার ওই ঘটনায় কোতয়ালি থানায় করা মামলার তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক ফেরদৌস বলেন, ‘ঠাকুরপাড়ার ঘটনায় ফজলার রহমান এজাহারভুক্ত আসামি। তিনি দীর্ঘ দিন পলাতক ছিলেন। শনিবার ভোরে তাকে রজধানীর শ্যামলীর একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

বিভিন্ন সূত্র জানিয়েছে, জেলা পরিষদে বেশ ক্ষমতাধরও ছিলেন এই ফজলার রহমান। রংপুরে শক্তিশালী জাতীয় পার্টির কয়েকজন জ্যেষ্ঠ নেতা ও সংসদ সদস্যের সঙ্গেও তার সুসম্পর্ক রয়েছে।

টিটু রায় নামের এক যুবকের ফেইসবুকে ধর্মীয় অবমানাকর পোস্ট শেয়ার করার ঘটনায় গত ১০ নভেম্বর রংপুরের পাগলাপীরের ঠাকুরপাড়ায় বিক্ষোভ হয়। ওই মিছিল থেকে বিক্ষুব্ধরা টিটু রায় ও ঠাকুরপাড়ার হিন্দু বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসময় বিক্ষোভকারী-পুলিশের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়।

সূত্র : ঢাকাটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়