শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০১৭, ০৪:০৬ সকাল
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০১৭, ০৪:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাকড়সার নাম বব মার্লে!

কামরুল আহসান : সৈকতে কি গভীর সমুদ্রে, আমি তোমারই বন্ধু হয়ে আছি। জোয়ারে কি ভাটায় আমি তোমার পাশেই আছি। বব মার্লে গেয়েছিলেন। এবার তার নামের সঙ্গে নাম মিলিয়ে রাখঅ হলো সমুদ্রের একটি প্রাণীর নাম। প্রাণীটি একটি জলজ মাকড়সা। তার নাম রাখা হয়েছে দেসিস বব মার্লে।

দেসিস বব মার্লেকে পাওয়া গেছে অস্ট্রেলিয়ার উপকূল ঘেঁষে প্রবালপ্রাচীর গ্রেট ব্যরিয়ার রিফে। জলজ মাকড়সা হওয়ার কারণে এরা ডুবন্ত অবস্থায় বেঁচে থাকতে পারে। অদ্ভুত জীবনসংগ্রাম এদের। মাছের মতো জীবন হয়েও মাছ নয়। জোয়ারের সময় দেহের ভিতর বাতাস ঢুকিয়ে এরা পানির নিচে ডুবে থাকতে পারে, আবার ভাটার সময় সৈকতে এসে খাবার সংগ্রহ করতে পারে।

বব মার্লের হাই টাইড অর লো টাইড গানটি থেকে অনুপ্রাণিত হয়ে বিজ্ঞানীরা এর নাম রেখেছেন দেসিস বব মার্লে। কুইন্সল্যান্ড জাদুঘরের মাকড়সা বিশেষজ্ঞ বারবার বায়ের বলেন, বর মার্লের হাই টাইড অর লো টাইড গানটি জীবনসংগ্রামের মধ্য দিয়ে ভালোবাসা ও বন্ধুত্বের বার্তা প্রকাশ করে। দেসিস বব মার্লে প্রজাতি মাকড়সাগুলোর প্রতিনিয়ত জীবনসংগ্রামের নজির রয়েছে।

এক সময় সিডনি উপকূলে এদের অনেক দেখা যেত। এখন এতোটাই কমে এসেছে যে প্রায় বিলুপ্ত হওয়ার পথে। বব মার্লের নামে এর নাম রেখে বিশ্ববিখ্যাত এ জ্যামাইকান শিল্পীর প্রতি তারা শ্রদ্ধা জানানো হলো। আজীবন মানবতার সেবায় নিয়োজিত ছিলেন মহত্তম এ শিল্পী। কৃঞ্চাঙ্গদের ওপর শোষণ-নিপীড়নের বিরুদ্ধ তার বিখ্যাত গান, বাফেলো সোলজার এক সময় সারা পৃথিবী কাঁপিয়ে দিয়েছিল। ফুসফুসে ও মস্তিষ্কের ক্যান্সারের কারণে মাত্র ৩৬ বছর বয়সে ১৯৮১ সালে তার মৃত্যু হয়। ডেইলি মেইল

  • সর্বশেষ
  • জনপ্রিয়