শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০১৭, ০২:৩৫ রাত
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০১৭, ০২:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেত্রী আপনার পাওয়ার কিছু নাই, খালেদাকে অলি

কিরণ সেখ: খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ বলেন, আর সময় নাই। এখন পিঠ দেয়ালে ঠেকে গেছে। সোজা হয়ে দাঁড়ান দেশটাকে বাঁচার। আর কোন উপায় নেই। নেত্রী আপনার আর পাওয়ার কিছু নাই। দেশ আপনাকে অনেক কিছু দিয়েছে। এখন দেশকে গণতন্ত্র ও দেশের মানুষকে স্বাধীনতা দিয়ে যান।

রোববার মহানগর নাট্য মঞ্চে বাংলাদেশে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক সমাবেশে তিনি এ সব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালেদা জিয়া।

'মুক্তিযোদ্ধা দলের দ্বি-বার্ষিক কাউন্সিল ও সমাবেশে আওয়ামী লীগকে উদ্দেশ্য অলি আহমেদ বলেন, আমরা বঙ্গবন্ধুকে অস্বীকার করি না। আপনারাও শহীদ জিয়াউর রহমানকে অস্বীকার করবেন না। আমরা বলি, বঙ্গবন্ধু দেশকে ঐক্যবদ্ধ করেছেন। আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ ঘোষণা ও স্বাধীনতা ঘোষণা করেছেন।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা স্বাধীনতা ঘোষকের সৈনিক। কিন্তু আপনাদের দেখলে সেটা মনে হয় না। বড় কষ্ট লাগে। আজকে অনেক স্লোগান দিচ্ছেন। ভালো লাগছে।কিন্তু এই রকম স্লোগান দিলে হবে না। মিটিং করতে দেবে না, কিন্তু আমরা করবো। কারণ এটা কারো বাপের দেশ না।

মুক্তিযোদ্ধা দলের সাবেক সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সমাবেশের মঞ্চে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মাদ ইবরাহিম বীরপ্রতীক, বিএনপির স্থায়ী কমিটির সদস্যব্যারিস্টার মওদুদ আহমদ, ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, আহমদ আযম খান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবীখান সোহেল, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়