শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০১ দুপুর
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানী থেকে জেমএমবির দাওয়াতি শাখার ২ জন গ্রেফতার

মনজুর আহমেদ অনিক,নারায়ণগঞ্জ: রাজধানীর খিলগাঁও ও মুগদা এলাকা থেকে নব্য জেমএমবির সারোয়ার-তামিম গ্রুপের দাওয়াতি শাখার শীর্ষ নেতা শায়েখ আরিফ হোসেনসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। শনিবার রাতে র‌্যাব অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমান জঙ্গিবাদি বই ও নোটশীট। রোববার দুপুরে র‌্যাব-১১ এর সদর দফতরে সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ান কমান্ডার লে. কর্ণেল কামরুল হাসান সাংবাদিকদের এতথ্য জানান।
সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, গ্রেফতারকৃত শায়েখ আরিফ হোসেন ২০১৪ সাল থেকে জেএমবির কেন্দ্রীয় দাওয়াতী বিষয়ক শুরার সদস্য এবং ঢাকা মহানগরীর পূর্বাঞ্চলের দাওয়াতী আমীর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। খিলগাঁও এলাকায় মসজিদের ইমাম ও খতিব এর পেশার আড়ালে জেএমবির দাওয়াতি শাখার কার্যক্রম চালিয়ে আসছেন। রাজধানী ছাড়াও তিনি দেশের বিভিন্ন জেলায় জেএমবির সদস্য সংগ্রহের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার বিরুদ্ধে নাশকতামূলক কর্মকান্ডের অভিযোগে রূপগঞ্জ ও রাজধানীসহ বিভিন্ন জেলায় কমপক্ষে চারটি মামলা রয়েছে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে কোরআন সুন্নাহ একাডেমী মসজিদ থেকে বিপুল পরিমান জঙ্গিবাদি বই ও নোটশীট উদ্ধার করে। র‌্যাব এরপর রাজধানীর মুগদা এলাকা থেকে শায়েখ আরিফ হোসেনের বিস্বস্ত সহযোগী রমিজ উদ্দিন ভূঁইয়া ওরফে বাবুকে গ্রেফতার করে। রমিজ উদ্দিন জেএমবির এক মজলিসে গোপন বৈঠক করে ফিরছিলেন।গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়