শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০১৭, ১১:৫২ দুপুর
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৭, ১১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষকদের জাতীয়করণের দাবি সংসদে উত্থাপন করবেন বাণিজ্যমন্ত্রী

অচিন্ত্য মজুমদার, ভোলা: বেসরকারি শিক্ষকদের জাতীয়করণের দাবি সংসদে উত্থাপন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ রোববার দুপুরে ভোলার বাংলাস্কুল মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত শিক্ষক সমাবশে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির প্রেক্ষিতে বাণিজ্যমন্ত্রী এ আশ্বাস দেন।
এ সময় তিনি আরও বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। আমার কাছে সবচেয়ে শ্রদ্ধার ব্যক্তি হলো শিক্ষক। ৭ জানুয়ারী সংসদ অধিবেশন বসবে। সেখানে আমার বক্তব্যে শিক্ষকদের দাবি তুলে ধরবো। এছাড়াও প্রধানমন্ত্রীকে শিক্ষকদের চাকুরী জাতীয়করণের সুপারিশ করা হবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, ভোলা হবে বাংলাদেশের সিংগাপুর। কেননা ভোলায় প্রচুর পরিমানে গ্যাস রয়েছে। ভবিষ্যতে এখানে পর্যাপ্ত কল-কারখানা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও সার কারখানা নির্মান হবে।
ইলিশা ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মোতাহার মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাফিয়া খাতুন, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের ভোলা সাধারণ মোবাশ্বিরুল হক নাইম, বাংলাদশে শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি সাইদুল হাসান সেলিম, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ রফিকুল ইসলামসহ শিক্ষক নেতারা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলামসহ অন্যান্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়