শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০১৭, ১২:১৬ দুপুর
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০১৭, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাফ চ্যাম্পিয়নশিপে কোনো গোল খায়নি বাংলাদেশের মেয়েরা

এম এ রাশেদ তালুকদার: সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের শিরোপা ঘরে তুলল বাংলাদেশের মেয়েরা। আজ রবিবার কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ভারতকে ১-০ গোলে হারায় স্বাগতিকরা। বাংলাদেশ নারী দল এ টুর্নামেন্টে কোনো গোল খায়নি। আবার কোনো ম্যাচে হারেনি। অর্থাৎ, টুর্নামেন্টে কোনো গোল না হজম করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

টুর্নামেন্টে মোট চারটি দল অংশ নেয়। দল চারটি হলো বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপাল। প্রথমে অনুষ্ঠিত হয় লিগ পর্বের খেলা। লিগ পর্বে নেপালকে ৬-০, ভুটানকে ৩-০ এবং ভারতকে ৩-০ গোলে হারায় বাংলাদেশ। অপরাজিত চ্যাম্পিয়ন হবার পাশাপাশি একমাত্র দল হিসেবে কোনো গোলও হজম করেনি বাংলাদেশ। প্রতিপক্ষে জালে ১৩টি গোল করে বাংলাদেশের মেয়েরা।

আজ ম্যাচের প্রথমার্ধের খেলায় নিয়ন্ত্রণ বজায় রাখে বাংলাদেশের মেয়েরা। তারা বেশ কয়েকটি আক্রমণ শানায় ভারতের গোল মুখে। ২২ মিনিটে এগিয়ে যেতে পারত স্বাগতিকরা। মারিয়া মান্ডার বাড়িয়ে দেওয়া বলে ঠিকঠাক শট নিতে পারেননি আনুচিং মগিনি। সে যাত্রায় বেঁচে যায় ভারত।

১০ মিনিট পর তহুরার জোরালো শট বারের সামান্য বাইরে দিয়ে চলে যায়। তবে ৪২ মিনিটে আর হতাশ হতে হয়নি বাংলাদেশকে। কাক্সিক্ষত গোলের দেখা পায় লাল সবুজের জার্সিধারীরা। গোলদাতা শামসুন্নাহার।

১-০ গোলে এগিয়ে থাকার আনন্দ নিয়ে প্রথমার্ধের খেলা শেষ করে বাংলাদেশ। বিরতির পার ভারত গোল পরিশোধের চেষ্টায় মরিয়া হয়ে ওঠে। ব্যবধান বাড়ানোর চেষ্টা করে স্বাগতিকরাও। তবে কোনো পক্ষই গোল করতে পারেনি। এভাবেই জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়