শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০১৭, ০৫:৩৪ সকাল
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৭, ০৫:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টানা ১৭তম জয়ের রেকর্ডে সিটির বছর শেষ

স্পোর্টস ডেস্ক: রেকর্ডের পর রেকর্ড করেই চলেছে ম্যানচেস্টার সিটি। চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা রেকর্ড ১৭তম জয় তুলে নিয়েছে ম্যান সিটি। সার্জিও আগুয়েরোর প্রায় একক নৈপুণ্যে এএফসি বোর্নমাউথকে ৪-০ গোলে হারাল পেপ গার্দিওলার শিষ্যরা। জোড়া গোল করার পাশাপাশি একটি গোলে সহায়তা করেন আর্জেন্টাইন স্ট্রাইকার। দলের হয়ে অন্য দুটি গোল করেন রাহিম স্টারলিং ও দানিলো।

নিজের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে শুরুতেই আধিপত্য দেখায় স্বাগতিকরা। এদিন ম্যাচের ২৭ মিনিটে আগুয়েরোর গোলেই লিড পায় সিটি। ফার্নাদিনহোর ক্রসে দারুণ এক হেডের মাধ্যমে গোলটি করেন সিটির সর্বোচ্চ গোলের মালিক। পরে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সিটি।

বিরতির পর ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন স্টারলিং। ডেভিড সিলভা বল আগুয়েরোর দিকে বাড়ান। সেখান থেকে আগুয়েরো স্টারলিংয়ের দিকে দিলে গোল করতে ভুল করননি ইংলিশ স্ট্রাইকার।

৭৯ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন আগুয়েরো। এর ছয় মিনিট পরে প্রতিপক্ষে কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন বদলি হিসেবে নামা দানিলো। শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সিটি।

ইংলিশ প্রিমিয়ার লিগে ১৯ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সিটি। সমান ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৪২। গত রাতে লিচেস্টার সিটির বিপক্ষে ২-২ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে হোসে মরিনহোর শিষ্যরা। অন্য ম্যাচে এভারটনের সঙ্গে গোলশূন্য ড্র করা চেলসি ৩৯ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। গোলডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়