শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০১৭, ০৮:২৭ সকাল
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৭, ০৮:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালু প্রসাদ যাদব জেলে

ডেস্ক রিপোর্ট : ভারতে পশুখাদ্য কেলেংকারির মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাগারে গেলেন আরজেডি দলের প্রধান লালুপ্রসাদ যাদব। শনিবার তাকে কারাগারে পাঠানো হয়। এদিকে একইদিনে অর্থ আত্মসাতের মামলায় যাদবের মেয়ে মিসা ভারতীয় এবং তার স্বামী শৈলেশ কুমারের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)। খবর আনন্দবাজার পত্রিকার।

শনিবার দেওঘর ট্রেজারি মামলায় লালুকে দোষী ঘোষণা করেন রাঁচীর বিশেষ সিবিআই আদালতের বিচারক শিবপাল সিংহ। ফলে পশুখাদ্য কেলেংকারি সংক্রান্ত আরো একটি অর্থ আত্মসাতের মামলায় ফের জেলে যেতে হলো লালুপ্রসাদকে। রায় ঘোষণার পরই রাঁচীর বিরষা মুন্ডা জেলে নিয়ে যাওয়া হয় আরজেডি প্রধানকে। আগামী ৩ জানুয়ারি পর্যন্ত সেখানে রাখা হবে তাকে। ওইদিনই এই মামলায় দোষীদের সাজা ঘোষণা করা হবে। আরজেডি প্রধান ইতোমধ্যেই পশুখাদ্য সংক্রান্ত বাঁকা-ভাগলপুর ট্রেজারি আত্মসাতের মামলায় পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত। এখন জামিনে রয়েছেন। দেওঘর ট্রেজারির  মামলার মোট অভিযুক্তের সংখ্যা ছিল ৩৪। তার মধ্যে ১১ জন মারা গেছেন। আদালত বাকি ২৩ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করে। এর মধ্যে লালুসহ ১৭ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। অন্যদিকে অবিভক্ত বিহারের সাকে মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রসহ ৬ জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। দোষী সাব্যস্ত ঘোষণার পাশাপাশি আদালত ১৯৯০ থেকে এখনো পর্যন্ত লালুর সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে। রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা বলা হয়েছে আরেজেডির পক্ষ থেকে। ৩ জানুয়ারি সাজা ঘোষণার পরই উচ্চ আদালতে আপিল করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। এর আগে ২০১৩ সালে এই মামলায় লালু দুই মাসের কারাদণ্ড ভোগ করেছিলেন। ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়