শিরোনাম
◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০১৭, ০৭:২৫ সকাল
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৭, ০৭:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মশারি টানিয়ে বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট : কর্মব্যস্ত দিনের বেলায় ব্যস্ত সড়কে মশারি টানিয়ে অভিনব অবরোধ। দাবি, শহরকে মশামুক্ত করতে হবে। পৌর কর্তৃপক্ষকে নিতে হবে মশা নিধনে উপযুক্ত ব্যবস্থা।

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় আজ শনিবার এমনই আন্দোলনে শামিল হন ভারতীয় যুব মোর্চার (বিজেপির যুব সংগঠন) নেতা-কর্মীরা। আগরতলার দুর্গা চৌমহনিতে বেলা ১১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত চলে মশারি টানিয়ে প্রতিবাদ।

রাস্তার মধ্যেই মশারি টানিয়ে তার ভেতরে বসে প্রতিবাদে শামিল হন বিজেপি সমর্থকেরা। তাঁদের অভিযোগ, শহরে মশার উপদ্রব মারাত্মক বেড়ে গিয়েছে। কিন্তু সিপিএম পরিচালিত আগরতলা পৌরসভা কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাই তাঁরা মশারি টানিয়ে প্রতিবাদে নেমেছেন।

ফেব্রুয়ারি মাসে ত্রিপুরা বিধানসভার নির্বাচন। মূল লড়াই শাসক সিপিএমের সঙ্গে বিজেপির। সেই লড়াইকে মাথায় রেখেই এদিন ‘জনস্বার্থে’ মশারি আন্দোলনে নামে বিজেপির যুব সংগঠন।
মশার দাপটে আগরতলাবাসী বেশ কিছুদিন ধরেই দুর্ভোগে পড়েছে। মশাবাহিত রোগ বাড়ছে। তেমনি বাড়ছে মশার কারণে বিরক্তিও। পৌর কর্তৃপক্ষ মশা মারতে ওষুধ স্প্রে করলেও প্রয়োজনের তুলনায় তা অনেক কম বলেই সাধারণ মানুষের ধারণা।

এই অবস্থায় মশারি টানিয়ে পথ অবরোধে প্রশাসনের টনক কিছুটা হলেও নড়ে। ছুটে আসেন পুলিশ ও পুর প্রশাসনের কর্তারা। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার পর অবরোধ ওঠে। তবে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনেরও হুমকি দেয় বিজেপির যুবক বাহিনী। সূত্র : প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়