শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০১৭, ০৬:৩৭ সকাল
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৭, ০৬:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লন্ডনের চিড়িয়াখানায় আগুন, প্রাণীর মৃত্যু

বাঁধন : লন্ডন চিড়িয়াখানায় আগুন ছড়িয়ে পড়লে সেখানকার পশুপালন এলাকার একটি কফি রেস্তোরাঁ ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবারের আগুনে একটি প্রাণীর মৃত্যু হয়েছে এবং বেশকিছু বেজি নিখোঁজ রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চিড়িয়াখানাটিকে বন্ধ ঘোষণা করা হয়েছে।

লন্ডন দমকল বাহিনী তাৎক্ষণিক এক বিবৃতিতে জানিয়েছে, লন্ডন চিড়িয়াখানা এলাকার এক কফি রেস্তোরাঁ ও দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০টি অগ্নিনির্বাপক যন্ত্র এবং ৭২ জন দমকলকর্মী ও কর্মকর্তাকে ডাকা হয়েছে। আগুনে কফি রেস্তোরাঁটির প্রায় তিন চতুর্থাংশ ও ছাদের অর্ধেকটা পুড়ে গেছে।  নিকটবর্তী পশুপালন এলাকাটির কোনো প্রাণী এ সময় ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা- সে সম্পর্কে জানা যায়নি।
স্থানীয় সময় সকাল ৬ টার পরপরই ফায়ার এলার্ম বেজে উঠে। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে সকাল সাড়ে ৯টা বেজে যায়। দমকলবাহিনী তাদের পরবর্তী বিবৃতিতে জানিয়েছে, অগ্নিনির্বাপণ কর্মীরা সকাল থেকেই আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যায়।  এই আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
১৮২৮ সালে স্থাপিত চিড়িয়াখানাটি মধ্য লন্ডনের রিজেন্ট পার্ক এলাকায় অবস্থিত। এটি বর্তমানে একটি শীর্ষস্থানীয় প্রাণী সংরক্ষণ প্রতিষ্ঠান এবং পর্যটকদের জন্যও অন্যতম বৃহত্তম আকর্ষণীয় স্থান। সূত্র : ইত্তেফাক এবং রয়টার্স
  • সর্বশেষ
  • জনপ্রিয়