শিরোনাম

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০১৭, ০৪:০৪ সকাল
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৭, ০৪:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তর কোরিয়ার উপর জাতিসংঘের আরও নিষেধাজ্ঞা

মরিয়ম চম্পা : উত্তর কোরিয়ার উপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলো সর্বসম্মতভাবে যুক্তরাষ্ট্রের তৈরি খসড়া প্রস্তাবটির পক্ষে ভোট দেয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্রের প্রস্তাবটির পক্ষে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য রাষ্ট্রের সবাই ভোট দেয়। উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ বাণিজ্যিক অংশীদার চীন ও রাশিয়াও প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে উত্তর কোরিয়ার ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ২৯ নভেম্বর সর্বশেষ পরীক্ষামূলকভাবে আন্ত:মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল উত্তর কোরিয়া। এটি ছিল দেশটির পরীক্ষিত সবচেয়ে দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের যে কোনো অংশ আঘাত হানতে সক্ষম বলে জানিয়েছিলেন মার্কিন বিশেষজ্ঞরা।

যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা পরিষ্কার করে বলেছেন, উত্তর কোরিয়ার সমস্যার কূটনৈতিক সমাধান চান তারা। কিন্তু দেশটির নেতা কিম জং উনের ওপর চাপ বৃদ্ধি করতেই নতুন করে কঠোর ওই নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করেছেন।

জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেন, এর মধ্য দিয়ে উত্তর কোরিয়াকে স্পষ্টত বলা হয়েছে, এরপরও তারা বেপরোয়া আচরণ চালিয়ে গেলে আরও শাস্তি পাবে এবং বিশ্ব থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে। সিএনএন, আল-জাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়