শিরোনাম

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০১৭, ০৪:০৩ সকাল
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৭, ০৪:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কর বিলে সই করে সংবাদ সম্মেলন না করেই বড়দিনের ছুটিতে ট্রাম্প

কামরুল আহসান : বড়দিনের আগে হোয়াইট হাউজে সংবাদ সম্মেলন করা আধুনিক মার্কিন প্রেসিডেন্টদের রীতি। সাংবিদকরা অপেক্ষা করছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তা করবেন। তাছাড়া দুদিন আগেই ব্যাপক কর সংস্কারের বিল পাশ হয়েছে। তাতেও তিনি সই করবেন। তা নিশ্চয়ই জানাবেন। তাই বৃহস্পতিবার থেকেই সাংবাদিকরা ভিড় করে ছিল হোয়াইট হাউজে। কিন্তু, সংবাদ সম্মেলন না করেই ট্রাম্প চলে গেলেন তার অবকাশ যাপন কেন্দ্র মার-এ-লাগোতে।

ট্রাম্পেরও ইচ্ছে ছিল সংবাদ সম্মেলন করার। কর বিল পাশ হওয়াতে তিনি বেশ ফুরফুরে ও হাসিখুশি ছিলেন। প্রেসিডেন্ট হওয়ার পর এই তার প্রথম জয়। প্রথম উল্লেখযোগ্য বিল পাশ। কিন্তু, সহযোগীরাই তাকে নিবৃত্ত করলেন। সংবাদ সম্মেলনে মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ তদন্ত নিয়ে অনভিপ্রেত কোনো প্রশ্নের মুখোমুখি হতেই হবে এবং ট্রাম্প যদি বেফাঁস কোনো মন্তব্য করে বসেন, এসব ভেবেই সহযোগীরা আর ট্রাম্পকে সাংবাদিকদের সামনে আসতে দেননি, সিএনএনকে এমনই তথ্য জানিয়েছে হোয়াট হাউজের দুটি সূত্র।

শুরু থেকেই অবশ্য সংবাদ সম্মেলন নিয়ে দ্বিধাদ্ব›েদ্ব ছিল হোয়াই হাউজ। গত কয়েক দিন ধরে এ নিয়ে প্রেসিডেন্টের সিডিউল নিয়ে তাদের নিরন্তর পরিবর্তন আনতে হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার সাংবাদিকরা হোয়াইট হাউজের কর্মকর্তাদের মুখ চেয়ে ছিলেন। কিন্তু, শেষ পর্যন্ত শুক্রবার হোয়াইট হাউজ থেকে জানানো হয়, প্রেসিডেন্ট সংবাদ সম্মেলন করছেন না। তিনি ইতোমধ্যে এয়ারফোর্স ওয়ানে করে মার-এ-লাগোতে রওয়ানা দিয়ে দিয়েছেন। হোয়াইটা হাউজের প্রধান কর্মকর্তা জন কেলি এমনও জানান যে, এর মধ্যে প্লেন ছেড়েও দিয়েছে।

তবে হোয়াইট হাউজ থেকে জানানো হয় ছুটিতে যাওয়ার আগে ট্রাম্প কর বিলটিতে সই করেছেন। এতে করে বিলটি আগামী বছর থেকে কার্যকর হবে। ২০১৮ সালের ১৫ জানুয়ারি থেকে শুরু হওয়া ট্রাক্স ফাইল করার সময় নতুন আইনে নির্ধারিত হার অনুসারে ট্যাক্স দিতে হবে। এ আইনের মধ্য দিয়ে তিন দশকের মধ্যে যুক্তরাষ্ট্রের কর ব্যবস্থায় সবচেয়ে বড় পরিবর্তন আসলো। নতুন ব্যবস্থায় কর্পোরেট অফিস, ক্ষুদ্র ব্যবসা ও ব্যক্তিগত পর্যায়ে কর কমানোয় অর্থনীতি চাঙ্গা হয়ে উঠবে বলে দাবি করছে রিপাবলিকরা। তবে এটা শুধু উচ্চবিত্তদের সুবিধা দেয়ার পাশাপাশি জাতীয় ঘাটতি বাড়াবে বলে আশাঙ্কা করছে ডেমোক্রেটরা। ট্রাম্প বলেছেন, এটি মধ্যবিত্তদের আরো সুবিধা দিবে। আইনটিতে কর্পোরেট কর ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২১ শতাংশ এবং ব্যক্তিগত কর ৩৭ শতাংশ থেকে বাড়িয়ে ৩৯ দশমিক ৬ শতাংশ করার কথা বলা হয়েছে। ২০ ডিসেম্বর বিলটি প্রতিনিধ পরিষদ পাশ করে। সিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়