শিরোনাম
◈ তাপপ্রবাহ অব্যাহত থাকলে সন্ধ্যায় লোডশেডিং বাড়তে পারে ◈ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরও ৫০ বিজিপি সদস্যের অনুপ্রবেশ ◈ ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ ◈ মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া আজ মন্ত্রিসভায় উঠছে ◈ গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা নাগরিকের মৃত্যু ◈ প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল ◈ এ বছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫.৭%: আইএমএফ ◈ ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ৪ পুলিশ সদস্যসহ আহত ২০ ◈ মার্চ মাসে সারাদেশে ৬২৪ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৫০, আহত ৬৮৪  ◈ ঢাকা-দিল্লি সম্পর্ককে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০১৭, ০২:৫৫ রাত
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৭, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসি-সুয়ারেজদের কাছে অসহায় আত্মসমর্পণ করল রোনালদোরা

সারোয়ার জাহান : বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের লড়াই ‘এল ক্লাসিকো’র মহারণ নামে যা পরিচিত। শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে এসে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়ে গেল বার্সা। রিয়ালের চেয়ে ১৪ পয়েন্ট এগিয়ে গিয়ে বড়দিনের ছুটিতে বার্সা।

মেসি-সুয়ারেজদের সামনে অসহায় আত্মসমর্পণ করল রোনালদোরা। দুই চিরপ্রতিদ্ব›দ্বীর এই লড়াইয়ে প্রথমার্ধ ছিল রিয়ালের দখলে। অবশ্য দ্বিতীয়ার্ধে পাল্টে যায় ম্যাচের চিত্র। মেসির বার্সা পরবর্তী সময়ে শুধু প্রাধান্য বিস্তারই করেনি, শেষ হাসিও হেসেছে তারা।

প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় বার্সেলোনা। ম্যাচের ৫৪ মিনিটে লুইস সুয়ারেজ লক্ষ্য ভেদ করেন। মাঝমাঠ থেকে একটি বল নিয়ে প্রতিপক্ষের সীমানায় ঢুকেই ইভান রকেটিকের হাফভলিতে বাসান সার্জি রবার্তোর দিকে, তার পাসে সুয়ারেজ প্লেসিং শটে জালে জড়াতে একটুও ভুল করেননি।

৬৪ মিনিটে বার্সেলোনা ব্যবধান দ্বিগুণ করে। পেনাল্টি থেকে লিওনেল মেসি গোল করে দলের গোল ব্যবধান বাড়ান। আগের মিনিটে রিয়াল ডিফেন্ডার দানি কারভজাল একটি বল গোললাইন থেকে হাত দিয়ে ঠেকালে রেফারি পেনাল্টির নির্দেশ দেন, সঙ্গে তাঁকে লাল কার্ডও দেখানো হয়।

ম্যাচের ইনজুরি সময়ে রিয়ালের কফিনে শেষ পেরেকটি ঠুকেন আলেক্স ভ্যাডাল। মেসির মাইনাসে চমৎকার শটে গোলটি করেন তিনি।

দশ জানের দল রিয়াল পরবর্তী সময়ে বেশ কয়েকটি সুযোগ তৈরি করে। কিন্তু কাজে লাগাতে পারেনি একটিও। তাই গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে হেরে বসে তারা।

অবশ্য প্রথমার্ধে পুরো প্রাধান্য ছিল রিয়ালের। বেশ কয়েকটি সুযোগও তৈরি করেছিল তারা। বিশেষ করে ম্যাচের ১০ মিনিটে এগিয়ে যেতে পারত রিয়াল। বাঁ প্রান্ত থেকে এক সতীর্থের বাড়ানো বলে রোনালদো পা ছোঁয়ালেই গোল হতে পারত। কিন্তু বার্সা অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা কর্নারের বিনিময়ে দলকে রক্ষা না করলে বিপদ হতেও পারত।

৩১ মিনিটে রিয়ালের পক্ষে সবচেয়ে সহজ সুযোগ হাতছাড়া করেন রোনালদো। মাঝমাঠ থেকে পাওয়া একটি বল নিয়ে বক্সে ঢুকেই শট সাইডবার ঘেঁষে বাইরে চলে যায়।

সে তুলনায় মেসির বার্সেলোনা প্রথমার্ধ কিছুটা নিষ্প্রভ ছিল। ৪০ মিনিটে তারা একটি সুযোগও পেয়েছিল। মেসির চমৎকার পাস থেকে পাওয়া পলিনহোর হেড কোনোমতে রক্ষা করেন রিয়াল গোলরক্ষক।

এবারের লা লিগায় দুই দলের এটি প্রথম দেখা। এই লিগে আরো সুবিধাজনক অবস্থানে চলে যায় বার্সেলোনা। ১৭ ম্যাচে এখন তাদের সংগ্রহ ৪৫ পয়েন্ট, পয়েন্ট টেবিলেও শীর্ষে রয়েছে তারা। এই হারে রিয়াল আরো পিছিয়ে পড়ে। এক ম্যাচ কম খেলে ৩১ পয়েন্ট নিয়ে তারা চতুর্থ স্থানে। লা লিগা শেষ হতে এখনো পাঁচ মাস বাকি।

শুধু পয়েন্ট টেবিলেই ভালো অবস্থানে নয়, লিগে এখন পর্য়ন্ত হারের মুখ দেখেনি বার্সেলোনা। কাতালান ক্লাবটি আগের ম্যাচে দেপোর্তিভো লা করুণাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়