শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০১৭, ০২:০৭ রাত
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৭, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশ যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম: আইজিপি 

নুরুল আমিন হাসান : জঙ্গি ও সন্ত্রাস দমনে সাফল্য অর্জনের পাশাপাশি পুলিশ এখন যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম বলে জানিয়েছেন পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
রাজারবাগ পুলিশ লাইনে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) বার্ষিক সাধারণ সভায় শনিবার দুপুরে এমন আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘পুলিশ এখন যে কোন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। পুলিশ দেশের জন্য ও জনগণের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে। জঙ্গি ও সন্ত্রাস দমনে বাংলাদেশ পুলিশ যথেষ্ট সাফল্য পেয়েছে’।
আইজিপি বলেন, ‘পুলিশে কর্মরত ও প্রবীণ কর্মকর্তাদের সহযোগীতায় আমরা একটি আধুনিক ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে চাই। এছাড়াও পুলিশ কর্মকর্তারা অবসরে গিয়েও সামাজিক আর নাগরিক দায়বোধ থেকে জনসেবায় নিয়োজিত রাখছেন নিজেদের।’
অপরদিকে উক্ত অনুষ্ঠানের মাধ্যমে তিনটি শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। শিক্ষা বৃত্তিগুলো হল, এসএম আহসান স্মৃতি পুরস্কার, প্রফেসর অনামিকা হক লিলি ও ড. এম এনামুল হক পুরস্কার, এম এন ভক্ত-শিপ্রা ভক্ত ফান্ড ও ক্ষিতিশ চন্দ্র মল্লিক-মায়া মল্লিক ফান্ড। সমিতির চার জন বয়োজ্যেষ্ঠ সদস্যকে সম্মাননা স্মারক তুলে দেন আইজিপি। এর আগে তিনি রাজারবাগে অ্যাসোসিয়েশনের নবনির্মিত ভবন বিআরপিওডব্লিউএ কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়