শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০১৭, ০৯:২৩ সকাল
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৭, ০৯:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্রিপুরায় অস্থির পরিস্থিতি তৈরি করতে চাইছে বিজেপি: মানিক সরকার

অনল রায় চৌধুরী, আগরতলা: ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেছেন, ত্রিপুরায়ও অস্থির পরিস্থিতি তৈরি করতে চাইছে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি। তবে রাজ্যের মানুষ এর উপযুক্ত জবাব দেবে।
ত্রিপুরার ললুয়ায় শুক্রবার সিপিআইএমের শহিদদের স্মরণ করে আয়োজিত জমায়েতে ভাষণে মানিক সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তীব্র উষ্মা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী মোদীর গুজরাট মডেল, যা নিয়ে সারা দেশে ব্যাপক প্রচার অভিযান চালানো হয়েছে তা ফ্লপ করেছে। গুজরাট মডেলে মানুষের আর কোন আস্থা নেই। গুজরাটে মানুষের কোন উন্নতি হয়নি। আর গুজরাট বিধানসভায় নির্বাচনে ফলাফল এর প্রমাণ।
মানিক সরকার আরও বলেন, যে 'আচ্ছে দিনের' কথা বলে নরেন্দ্র মোদীর কেন্দ্রে ক্ষমতায় এসেছিল তা প্রকৃত ফল কী 'দাড়িয়েছে দেশের মানুষ তা বুঝতে পারছে। এই জনবিরোধী সরকার এর আগে কখনো আসেনি। দেশের মানুষকে এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে নিয়ে এসেছে। এই সরকার ত্রিপুরায়ও অস্তির পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি। তবে রাজ্যের মানুষ এর উপযুক্ত জবাব দেবে।
শহিদ সমাবেশে মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী এবং অন্যান্য শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। অন্যদিকে সিপিআইএম এর উদ্যোগে স্ট্যালিনের ১৩৯ তম জন্ম দিবস পালন করা হয়েছে। একেই সঙ্গে উদয়পুরে আয়োজিত সিপিআইএম এর জমায়েতের ভাষণ রাখেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী।
  • সর্বশেষ
  • জনপ্রিয়