শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০১৭, ০৭:৫১ সকাল
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৭, ০৭:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সকল গুমের জন্য সরকার দায়ী: রিজভী

মাঈন উদ্দিন আরিফ: বাংলাদেশে সকল গুম হওয়া ব্যক্তিদের জন্য সরকারকে দায়ী করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিশ দলীয় জোটের শরীক দল কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমানকে দীর্ঘ ৪ মাস নিখোঁজ থাকার পর তাকে গ্রেপ্তার দেখানো নিয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, এই ঘটনা থেকে প্রমাণিত হয় সকল গুম, খুন সরকারই করছে।

শনিবার (২৩ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি একথা বলেন।

নিখোঁজ ব্যক্তিরা ফিরতে শুরু করেছেন, যারা ফিরে আসছেন তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে দেয়া স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, আমরা কি তাহলে ইলিয়াস আলী ও চৌধুরী আলমের মতো ৫০ জন নিখোঁজ বিএনপি নেতার আশায় কি বসে থাকব?

‘আগামী নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হবে’ ওবায়দুল কাদেরের এমন বক্তব্যর সমালোচনা করে রিজভী আরও বলেন, আবারো কী নির্বাচনে নীল নকশা তৈরি হচ্ছে? এ নির্বাচন সাধারণ জনগণ মেনে নেবে না। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় আদালতে হাজিরা দিয়ে যাওয়ার সময় বিএনপির নেতাকর্মীদের ওপরে পুলিশি হামলায় নিন্দা প্রতিবাদ আটককৃত নেতাদের মুক্তির দাবি জানিয়েছেন রুহুল কবির রিজভী।

এক ব্যক্তি, এক দল, এক শাসন কায়েম করার লক্ষ্যে গত বৃহস্পতিবার রাতে ১৯৬ জনকে যুগ্ম মহাসচিব পদমর্যাদা দেয়া হয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, অভিযোগ উঠেছে আওয়ামী লীগ এক নায়কতন্ত্র কায়েম করার জন্য যুগ্ম মহাসচিব পদে নিয়োগ দেয়া হয়েছে। যার কারণে অনেক যোগ্য মেধাবীরা পদমর্যাদা পায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়