শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০১৭, ০৫:০৯ সকাল
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৭, ০৫:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রকিবুলের পাশে নাম লেখাতে পারলেন না নাসির হোসেন

এম এ রাশেদ তালুকদার: রংপুরের ক্রিকেটার নাসির হোসেনের সামনে সমীকরণটা ঠিক এরকম ছিল ক্যারিয়ারে প্রথমবারের মত ট্রিপল সেঞ্চুরি করার দুর্দান্ত সুযোগ। গতকাল শুক্রবার ২৭০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়ার পর আর মাত্র ৩০ রান করলেই রকিবুল হাসানের পর প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় ট্রিপল সেঞ্চুরির মালিক বনে যাবেন নাসির। তাই আজ শনিবারের সকালে ক্রিকেটামোদীদের সবার চোখ ছিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের দিকে। নাসিরও এগিয়ে যাচ্ছিলেন ঠিকভাবেই।

কিন্তু ৩০০ রানের খুব কাছাকাছি গিয়েই ছন্দপতন হয় জাতীয় দলে আসা যাওয়ার মিছিলে থাকা নাসিরের।
ট্রিপল সেঞ্চুরি থেকে মাত্র ৫ রান দূরে থাকতেই আউট হয়ে গেলেন নাসির। অভিষেক হওয়া লিংকন দে সঞ্জয়ের বলে পুল করতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দিয়ে সাজঘওে ফিরতে হলো নাসিরকে। আর তাইতো মাত্র ৫ রানের আক্ষেপে পুড়তে হচ্ছে একসময় জাতীয় দলের নিয়মিত সদস্য নাসির হোসেনকে। এর ফলে রকিবুল হাসানের পাশে নাম লেখানো হলো না। ২৯৫ রানে আউট হওয়ার মধ্য দিয়ে নাসিরের অনেক সম্ভাবনাময় ইনিংসের পরিসমাপ্তি ঘটলো।
এখানে উল্লেখ করতেই হয় এদেশের কোন ব্যাটসম্যান যা করতে পারেননি কখনো, রকিবুল তাই করে দেখিয়েছেন প্রথমবারের মত। প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের প্রথম ৩০০+ রানের (৩১৩) ইনিংসটি রকিবুলের।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ট্রিপল সেঞ্চুরিয়ান বলতে এতকাল তাকেই বোঝাতো। ২০০৬-২০০৭ মৌসুমে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সিলেটের বিপক্ষে বরিশালের হয়ে ট্রিপল সেঞ্চুরিসহ ৩১৩ রানের হার না মানা ইনিংস খেলে এখনো রেকর্ড বুকে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে রেখেছেন রকিবুল হাসান। নাসির আজ ওই সম্ভাবনা দেখিয়েও ব্যর্থ হলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়