শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০১৭, ০৭:২২ সকাল
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৭, ০৭:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘রংপুরে জাতীয় পার্টি থেকে জয় ছিনিয়ে নিতে একমাত্র আওয়ামী লীগই ছিল’

কে এম হোসাইন : একাত্তর টেলিভিশনের প্রতিনিধি নাজনীন মুন্নী বলেন, রংপুরে জামায়াত-বিএনপি’র শক্ত অবস্থান না নির্বাচনে ফাইট দেওয়ার মত।

শবনম আযীমের সঞ্চালনায় একাত্তর টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান একাত্তর জার্নালে তিনি একথা বলেন। এছাড়া ছিলেন বাংলাভিশনের বার্তা প্রধান মোস্তফা ফিরোজ।

নাজনীন মুন্নী বলেন, রংপুরে জামায়াতের ভোট যে সব সময় বেশি ছিলো তা কিন্তু নয়। রংপুরে জামায়াত-বিএনপির অবস্থান কখনোই ভালো ছিলো না। রংপুর সিটি নির্বাচনে ভালো কিছু করার জন্য নিজেরাই যুদ্ধ করেছে । পুরো রংপুর জুড়ে জাতীয় পার্টির একটা বলয় আছে। সেই জায়গা থেকে বের হয়ে জাতীয় পার্টির সাথে নির্বাচনে ফাইট দিবে আসলে কেউ সেটা পারে না। আওয়ামী লীগ কিছুটা পারে কিন্তু বিএনপি’র ফাইট দেওয়ার মত তেমন সাপোর্টার নেই। তবে বিএনপি যে ভোট পেয়েছে। সেটা তাদের নির্বাচনী জোর প্রচারণারই ফল। সেই সাথে জামায়াতের বিএনপিকে সমর্থন ছিলো প্রকাশ্যে না হলে । গোপনে তারা বিএনপির জন্য ভোট চেয়েছে। তারা প্রকাশ্যে আসলে যে বিএনপি জয় লাভ করত সেটাও না।

এক প্রশ্নের উত্তরে নাজনীন মন্নী বলেন, বিএনপি জামায়াতকে ছাড়া নড়তে পারে না। সেটা তো ঠিকই। রংপুর নির্বাচনে শুরু সাথে বিএনপি তাদের কাছে সাহায্য চেয়েছিলো। জামায়াত ছাড়া তাদের চলবে না বলেই স্থানীয় নির্বাচনেও তাদের সাহায্য চেয়েছে। ইসলামী শাসনতন্ত্রের সাথে জামায়াত মিলে মিশে একা-কার হয়ে গেছে কিনা এই প্রশ্নের জবাবে নাজনীন মন্নী বলেন, জামায়াতের সাথে ইসলামী শাসনতন্ত্রের আর্দশের কোন মিল নেই। এক সাথে হওয়ার কোন সম্ভবনাও নেই। তবে ইস্যু ভিত্তিক তারা কিছু বিষয়ে মতের আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়