শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০১৭, ০৫:০৭ সকাল
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৭, ০৫:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালমান খানের বিরুদ্ধে রাজস্থানে বিক্ষোভ

আবু সাইদ: একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে জাত-পাত নিয়ে অপমানজনক মন্তব্য করার অভিযোগে অভিনেতা সালমান খানের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন রাজস্থানের বাল্মিকী সম্প্রদায়ের সদস্যরা। তাঁদের দাবি, সালমানকে ক্ষমা চাইতে হবে। জয়পুর, জোধপুর, কোটা, আজমেঢ়, বেহরোর, দৌসা, নাসিরাবাদে সালমানের কুশপুতুল দাহ করার পাশাপাশি আজই মুক্তি পাওয়া সলমন-ক্যাটরিনা কাইফ অভিনীত টাইগার জিন্দা হ্যায় ছবির পোস্টারও ছিঁড়ে দেন বাল্মিকী সম্প্রদায়ের সদস্যরা।

জয়পুরে বিভিন্ন সিনেমা হলে বিক্ষোভের জেরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সিনেমা হলগুলিতে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিক্ষোভের জেরে কয়েকটি শো বাতিলও করতে হয়েছে। উদয়পুরে বিক্ষোভকারীরা পুলিশের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন। তাঁদের দাবি, তফশিলি জাতি-উপজাতির মানুষের উপর অত্যাচার বন্ধ করা সংক্রান্ত আইনে সালমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হোক।

রাজস্থানে বাল্মিকী সম্প্রদায়ের সভাপতি বিক্রম বাল্মিকী বলেছেন, ‘সালমান ক্ষমা না চাওয়া পর্যন্ত আমরা প্রতিবাদ চালিয়ে যাব। ছবিটি নিয়ে আমাদের কোনও আপত্তি নেই। পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য জয়পুরে আমরা বৈঠক করব।’

এদিকে, তফশিলি জাতি বিষয়ক জাতীয় কমিশন সালমান ও শিল্পা শেট্টির মন্তব্যের বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং দিল্লি ও মুম্বইয়ের পুলিশ কমিশনারের কাছ থেকে সাতদিনের মধ্যে জবাব তলব করেছে।

সূত্র: ডিএনএ ইন্ডিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়