শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০১৭, ০২:৩৭ রাত
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৭, ০২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুরে জয়ের স্রোত প্রতিটি জেলায়-উপজেলায় পৌঁছাবে : এরশাদ

রংপুর প্রতিনিধি :  রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জয়ী হওয়ায় জাতীয় পার্টির একটি ভবিষ্যৎ আছে বলে মনে করেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, ‘আমাদের কর্মীরা আজ উদ্বেলিত হয়েছে, উচ্ছ্বসিত হয়েছে এবং অনুপ্রাণিত হয়েছে।’

শুক্রবার রংপুরের পল্লী নিবাসে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন এইচ এম এরশাদ। এ সময় তাঁর পাশে ছিলেন রংপুর সিটি নির্বাচনে জয়ী জাতীয় পার্টির নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

এইচ এম এরশাদ বলেন, ‘এই যে নির্বাচনে জয়ী হলাম, এর স্রোত আমি মনে করি বাংলাদেশের প্রতিটি জেলায়-উপজেলায় পৌঁছাবে। আমাদের কর্মীরা আজ উদ্বেলিত হয়েছে, উচ্ছ্বসিত হয়েছে এবং অনুপ্রাণিত হয়েছে। আগামীতে জাতীয় পার্টির একটি ভবিষ্যৎ আছে।’

গতকাল অনুষ্ঠিত রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীকে পেছনে ফেলে বিপুল ভোটে জয়ী হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।

জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন এক লাখ ৬০ হাজার ৪৮৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সরফুদ্দিন আহমেদ ঝন্টু নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৬২ হাজার ৪০০ ভোট। অন্যদিকে বিএনপিদলীয় প্রার্থী কাওছার জামান বাবলা ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫ হাজার ১৩৬ ভোট।

রংপুর সিটি করপোরেশনে ওয়ার্ড রয়েছে ৩৩টি। মোট ভোটার তিন লাখ ৯৩ হাজার ৯৯৪ জন। যার মধ্যে পুরুষ এক লাখ ৯৬ হাজার ৩৫৬ ও নারী ভোটার এক লাখ ৯৭ হাজার ৬৩৮ জন। এবারের নির্বাচনে মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ২১২ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়