শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০১৭, ০১:৩৯ রাত
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৭, ০১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাতে বাক্স বদলের ভোটে পরাজিত বাংলাদেশ : রেহানা প্রধান

রফিক আহমেদ : জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা’র) সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান বলেছেন, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে রাতে বাক্স বদলের ভোটে গণতন্ত্রের আবারো পরাজয় ও ফ্যাসিবাদের বিজয় হয়েছে। বাকশাল ও স্বৈরাচারের জোট প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের শেষ প্রদীপটি নিভিয়ে দিল।

শুক্রবার বিকাল ৪টায় আসাদ গেট জিইউপি মিলনায়তনে ঢাকা মহানগর জাগপা ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপিকা রেহানা প্রধান বলেন, আওয়ামী লীগ সুষ্ঠু রাজনীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। নোংরা রাজনীতির খেলায় মেতেছে। দেশে এখন পতাকা আছে স্বাধীনতা নাই। জুলুমবাজ শাসক আছে গণতন্ত্র নাই। গণঅভ্যুত্থান ছাড়া গণতন্ত্রের বিজয়কে ছিনিয়ে আনা সম্ভব নয়। আমাদের মনে রাখতে হবে দিল্লীর ক্রীতদাসদের হাতে স্বাধীন দেশে আজ পরাধীনতার গ্লানি।

জাগপার সভাপতি বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দুর্নীতির মিথ্যা মামলায় গণমানুষের নেত্রী বেগম খালেদা জিয়াকে প্রতিনিয়ত আদালতে হাজিরা দিতে হচ্ছে। আপনার মনে রাখা ভাল খালেদা জিয়াকে আদালতে রেখে গণভবনে আরামে ঘুমানো হারাম হয়ে যাবে। সুতরাং খালেদা জিয়ার অবমাননা বাংলাদেশ সইবে না।
তিনি ছাত্র-জনতার উদ্দেশ্যে বলেন, জাগপা ছাত্রলীগের ইতিহাস পরাধীনতা ভেঙে স্বাধীনতার ইতিহাস। ৫২’র ভাষা আন্দোলন থেকে ৬৯-৭১ ও ৯০’র সংগ্রামের ইতিহাস। যে ইতিহাস বাকশাল ভেঙে গণতন্ত্র পুনরুদ্ধারে মজলুম মানুষের সমঅধিকারের ইতিহাস।

ঢাকা মহানগর জাগপা ছাত্রলীগের আহ্বায়ক ফয়সাল আহমেদ অরণ্যের সভাপতিত্বে ও সদস্য মীর আমির হোসেন আমু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন- জাগপা’র সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, জাগপার কেন্দ্রীয় নেতা আসাদুর রহমান খান, শেখ জামালউদ্দিন, গোলাম মোস্তফা কামাল, রাশেদ প্রধান, জাগপা ছাত্রলীগ সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রুবেল প্রমুখ।

এদিকে, জাগপা ঢাকা মহানগরের সম্মেলনে বিভিন্ন থানা থেকে মিছিল নিয়ে ছাত্র নেতারা সম্মেলনে মিলিত হন। রঙ্গিন ব্যানার, ফেস্টুন, সাজ-সজ্জাসহ পবিত্র কোরআন তেলাওয়াত ও দলীয় সঙ্গীতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়