শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০১৭, ১২:৪৪ দুপুর
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৭, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রসিক নির্বাচনে সরকারি দল ভোট কারচুপি করতে পারেনি : বি. চৌধুরী

রফিক আহমেদ : বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে সরকারি দল ভোট কারচুপি করতে পারেনি। এ কারণেই তাদের পরাজয় স্বীকার করে নিতে হয়েছে। এ নির্বাচনের মধ্য দিয়ে সরকারের প্রতি অনাস্থা জানিয়েছে জনগণ।

শুক্রবার বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জন দল (বিজেডি) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বি. চৌধুরী এসব কথা বলেন।

বি. চৌধুরী বলেন, রসিক নির্বাচনে প্রমাণ হয়েছে আওয়ামী লীগ-বিএনপির জনপ্রিয়তা কমেছে। জনগণ তাদের হাত থেকে মুক্তি চায়। দেশবাসী জনগণের পক্ষের রাজনৈতিক শক্তির পথ চেয়ে আছে। যুক্ত ফ্রন্ট জনগণের মুক্তি সংগ্রামের শরিক হবে।

তিনি বলেন, সরকারি দলের অনেকেই বর্তমানে দুর্নীতিতে আচ্ছাদিত। দুর্নীতি এখন এক মহাব্যাধিতে পরিণত হয়েছে। এই ব্যাধির বিরুদ্ধেই আমাদের সংগ্রাম করতে হবে।

তিনি আরো বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রশ্নপত্র ফাঁস, নারী-শিশু ধর্ষণ ও হত্যা-গুম-নির্যাতনে এখন জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠেছে। তিনি এসব অপরাধের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহবান জানান।

বাংলাদেশ জন দল বিজেডি’র চেয়ারম্যান ডা. এস.এম শাজাহানের সভাপতিত্বে ও মহাসচিব মাহবুবুর রহমান জয় চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডি’র সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, কৃষক-শ্রমিক জনতা লীগ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূইয়া ও সোনার বাংলা পার্টির সভাপতি শেখ আবদুল নূর প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়