শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০১৭, ১১:৩৩ দুপুর
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৭, ১১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বায়তুল মুকাদ্দাস রক্ষায় মালয়েশিয়া সব কিছু করতে প্রস্তুত: নাজিব রাজাক

সারোয়ার জাহান : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক বলেছেন, মুসলমানদের পবিত্র স্থান বায়তুল মুকাদ্দাস রক্ষায় তার দেশ সব কিছু করতে প্রস্তুত রয়েছে। এ ক্ষেত্রে আমেরিকার সঙ্গে সম্পর্কের বিষয়টি গুরুত্বপূর্ণ নয় বলে তিনি ঘোষণা করেন।

বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণার প্রতিবাদে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়াতে শুক্রবার জুমার নামাজের পর এ বিশাল সমাবেশের আয়োজন করা হয়। দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক ওই সমাবেশে নেতৃত্ব দিয়েছেন। সমাবেশে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, আমরা আমাদের অবস্থানে অটল রয়েছি। আমরা স্বাধীন ও স্বার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি সমর্থন ঘোষণা করছি। বায়তুল মুকাদ্দাসকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখতে চাই।

আজকের বিক্ষোভ সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদসহ দেশটির প্রভাবশালী ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। তাদের সবাই বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতির তীব্র নিন্দা জানিয়েছেন।

মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়াতে জুমার নামাজের পর এ সমাবেশের আয়োজন করা হয়। এতে অন্তত ১০ হাজার মানুষ অংশ নেয়।

মালয়েশিয়ার খ্রিষ্টানদের সংগঠন ‘অ্যানকম’ এর সদস্যরাও আজকের সমাবেশে অংশ নিয়েছেন। অ্যানকম’র সভাপতি জোশুয়া হং বলেন, ‘আমরা এ সমাবেশে অংশ নিয়েছি। কারণ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প রাজনৈতিক স্বার্থে এ ধরনের সিদ্ধান্ত নিয়েছেন।’

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা করেন। এই প্রথম কোনো দেশ মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান বায়তুল মুকাদ্দাসকে দখলদার ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিল। জাতিসংঘের সাধারণ পরিষদ মার্কিন প্রেসিডেন্টের ওই সিদ্ধান্তের বিরোধিতা করে প্রস্তাব পাস করেছে।

সূত্র : দ্য স্ট্রেটস টাইস/ পার্সটুডে

https://www.youtube.com/watch?time_continue=3&v=yBXjaQRmqWY

  • সর্বশেষ
  • জনপ্রিয়