শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০১৭, ১০:১৫ দুপুর
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৭, ১০:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জড়তা থেকে অন্তরঙ্গতার পথে ব্রিটিশ রাজতন্ত্র

[caption id="attachment_417932" align="alignleft" width="500"] Country royals: H.R.H. the Duke of York and his fiancee' Lady Elizabeth Bowes-Lyon, daughter of the Earl and Countess of Strathmore, pictured at her family home at Glamis Castle, Scotland. The couple are pictured after the announcement of their engagement in January 1923.
36134-4(78)[/caption]

চোখে পড়ে রাজতন্ত্রের শত বছরের পরিবর্তন।

রাজা ষষ্ঠ জর্জ (১৯২৩) থেকে, রাণী এলিজাবেথ (১৯৪৭) পর্যন্ত রাজপরিবারের বাগদানের ছবিতে নবযুগলের দুরুত্ব বজায় রাখা ছবিই দেখা যেত। কিন্তু যুগের পরিবর্তনের সঙ্গে পাল্টেছে রাজপরিবারের প্রটোকল ও নানা গোপন নীতি।

তবে রাজপরিবারের প্রথম কোন সদস্য হিসেবে নতুন সঙ্গীর হাত ধরে ছবি তুলে সাড়া জাগিয়েছিলেন এলিজাবেথ কন্যা প্রিন্স অ্যানি (১৯৭৩)। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

রাজপরিবারের নিয়ম-নীতির তোয়াক্কা না করা চিরসবুজ রাজকুমারী প্রিন্সেস ডায়না প্রিন্স চার্লসকে পেছন থেকে জড়িয়ে ধরে বাগদানের ছবি (১৯৮১) তুলেছিলেন। দু’জনই পরেছিলেন নীল শার্ট ও সাদা প্যান্ট।

শেকল ভাঙ্গা ডায়নার সাহসী ছবির পর পরবর্তী প্রজন্মের জন্য রাস্তাটা অনেক সহজ হয়ে যায়।

‘ধরা যাবে না, ছোঁয়া যাবে না’র সেই ছুৎমার্গ পাল্টে ১৯৯৯ সালে চুমু খাওয়া ছবি তুলে হইচই ফেলে দেন প্রিন্স এডওয়ার্ড ও প্রিন্সেস সোফি। এরপর আসে উইলিয়াম-হ্যারিদের যুগ।

২০১০ সালে প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন একে অপরকে সম্মুখে জড়িয়ে ধরে ছবি তোলেন। ডেইলি মেইল এর ক্যাপশন দেয়, ‘কাছে এসো ডার্লিং’।

বৃহস্পতিবার প্রকাশিত সাদা-কালো প্রথম ছবিতে দেখা যায়, হ্যারি-মেগান একে অপরকে আবেশে জড়িয়ে ধরে হাসছেন। হ্যারি তাকিয়ে আছেন ভালবাসার স্পর্শে চোখ বুঁজে থাকা মেগানের দিকে। মেগানের হাতে শোভা পাচ্ছে বাগদানের আংটি।

অপর ছবিটি আনুষ্ঠানিক, হ্যারি পরেছেন নীল বেøজার, কালো-সোনালি গাউনে সাজা মেগানের এক হাত হ্যারির উরুতে আরেক হাত হ্যারির হাতে।

২০১৮ সালে মার্চে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তারা। শুভ হোক হ্যারি- মেগানের বন্ধন। শুভ হোক ব্রিটিশ রাজপরিবারের পরিবর্তন। ডেইলি মেইল

  • সর্বশেষ
  • জনপ্রিয়