শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০১৭, ০৮:৫৭ সকাল
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৭, ০৮:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উকিল নোটিশের জবাবের অপেক্ষায় বিএনপি

কিরণ সেখ: খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিদেশে সম্পদ নিয়ে বক্তব্য দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে উকিল নোটিশ পাঠানোর বিষয় উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা উকিল নোটিশ দিয়েছি। এখন উকিল নোটিশের জবাবের অপেক্ষায় আছি।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বদেশ জাগরণ পরিষদ আয়োজিত এক প্রতিবাদী নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।

‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি’ শীর্ষক এ সমাবেশে আমীর খসরু বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিদেশে সম্পদের বিষয়টি না কি, আমাদের (বিএনপি) প্রমাণ করতে হবে! কথা প্রধানমন্ত্রী বলেছেন, তাই তাদের দায়িত্ব হচ্ছে প্রমান করা। কিন্তু বিএনপিকে না কি প্রমান করতে হবে। এই হচ্ছে আওয়ামী লীগ। কারণ তাদের হাতে তো কিছু নেই। আর বিএনপির হাতেও কিছু নেই। কারণ এ ধরনের কোন ঘটনাই ঘটেনি। এটা যে আওয়ামী লীগের কারখানা থেকে তৈরী হয়েছি, সেটা ধরা পড়ে গেছে। দেশের মানুষের কাছে বিষয়টি পরিস্কার হয়ে গেছে। এগুলো তারা আত্মরক্ষার জন্য করছে- বলেন তিনি।

বিদেশে খালেদা জিয়ার সম্পদের বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, দুর্নীতি বিষয়টি প্রথমে কতগুলো সামাজিক মাধ্যমে প্রচার করলেন। এরপর প্রধানমন্ত্রী নিজেই মালিকানা নিয়ে নিলেন। আমি বলতে চাই, তাদের (আওয়ামী লীগ) দুর্নীতি এত বৃদ্ধি পেয়েছে যে, এটা থেকে রক্ষা পাওয়ার জন্য উল্টো আপনার বিরুদ্ধে আওয়ামী লীগের দুর্নীতির কারখানা থেকে তৈরী করা কতগুলো জনগণের সামনে তুলে ধরছে। এজন্য তারা এর কোন প্রমাণও দিতে পারেনি।

নিজেরা বাঁচার জন্য সংবিধানকে সরকার নিজেদের মতো করে পরিবর্তন করেছে মন্তব্য করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এখন বলছেন, সংবিধানে হাতে দেওয়া ও পরিবর্তন করা যাবে না। কিন্তু এটা পরিবর্তনশীল। এর কাজ হচ্ছে দেশ ও জাতি সুরক্ষার করা। সংবিধান তিন ভাগের এক ভাগ পরিবর্তনের বাইরে রেখেছে। কারণ সংবিধান পরিবর্তন করে দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিলে তাদের অবৈধ ক্ষমতা চলে যাবে। বিচার বিভাগকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে- বলেও অভিযোগ করেন খসরু।

আয়োজক সংগঠনের সভাপতি মো. কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আযম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়