শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০১৭, ০৮:৩৭ সকাল
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৭, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা সঙ্কটকে ধর্মীয় নয়, মানবিক সঙ্কট হিসেবে দেখা উচিৎ : উবায়দুল মোকতাদির

নিজস্ব প্রতিবেদক : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, রোহিঙ্গা সংকট এখন আমাদের বাংলাদেশের জন্য রাষ্ট্রীয় সমস্যা, আর রাষ্ট্রীয় সমস্যাগুলোকে মানবিক সংকট হিসেবে উল্লেখ করা উচিৎ, ধর্মীয় সংকট নয়।

এর কারণ হিসেবে তিনি যুক্তি তুলে ধরেন বলেন, রাসুল সা. এসেছিলেন মানবতার জন্য, তাই মানবতা ধর্মীয় পরিচয়ের পূর্বে প্রকাশ করতে হবে। অন্যদিকে সারা বিশ্বে সংখাগুরু অমুসলিম থাকায় রোহিঙ্গা সমস্যাকে ধর্মীয় সংকট বলায় তা বৈশ্বিক সংকট হিসেবে গুরুত্ব পায় না। তাই সারা বিশ্বের কাছে গুরুত্ব তুলে ধরতে একে মানবিক সংকটই বলতে হবে।

বৃহস্পতিবার অনলাইন নিউজ পোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টেফোর ডটকম আয়োজিত “মানবতার নবী হজরত মুহম্মদ সা. রোহিঙ্গা সঙ্কট : সঙ্কটে বাংলাদেশ” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মূল আলোচনার শুরুতে তিনি বলেন, রাসুল সা. রাহমাতুল্লাহি লিল মুসলিমিন নয় বরং রাহমাতুল্লিল আলামিন অর্থাৎ সমস্ত মানুষ ও পৃথিবীর নবী। কুরআন এভাবেই বলেছে। রাসুল সা. যখন হিজরত করেন তখন মদিনায় মুসলিমের চেয়ে অনেক বেশি ছিলো অমুসলিম।

তিনি সবার প্রতি আহবান করে বলেন, রোহিঙ্গা সমস্যাকে মানবিক, বৈশ্বিক সংকট হিসেবেই প্রচার করা হোক। যাতে সারা বিশ্ব একসাথে হয়ে শান্তিপূর্ণভাবে রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠানো যায়।

তিনি আরও বলেন, মিয়ানমার দখল করার কোনো ইচ্ছে বাংলাদেশের নেই। বাংলাদেশ শান্তিপূর্ণভাবে রোহিঙ্গাদের রাখাইনে ফিরিয়ে দিতে চায়।

বিশেষ অতিথির বক্তব্যে আলেম, শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক মাওলানা উবায়দুর রহমান খান নদভী বলেন, মিয়ানমারে মুসলিমদের শাসন ও ক্ষমতার দীর্ঘ ইতিহাস রয়েছে। বর্ম, বার্মা, ইয়াঙ্গুন, আরাকান এসব মুসলিম ঐতিহ্য। কিন্তু সেখানে এসব নাম ধীরে ধীরে মুছে ফেলা হচ্ছে। এটি হলো এথনিক ক্লিনজিং- যার মাধ্যমে একটি জাতিকে সমূলে ধ্বংসের জন্য তার ইতিহাস ঐতিহ্য সবই ধ্বংস করে ফেলা হয়।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক হুমায়ুন আইয়ুবের সঞ্চালনায় এবং প্রধান সম্পাদ মুফতী আমীমুল ইহসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আলোচনা পেশ করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক ড. মাওলানা মুশতাক আহমদ, দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, জামিয়া ইদারাতুল উলুম আফতাবনগর মাদরাসার মুহতামিম মুফতি মোহাম্মদ আলী, আম্বর শাহ জামে মসজিদের খতিব মাওলানা মাজহারুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের এসিস্টেন্ট প্রফেসর মুহাম্মদ আবদুল মান্নান মিয়াজী, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাংবাদিক আহমদ সেলিম রেজা, মাকতাবাতুল আখতারের স্বত্তাধিকারী পীরে কামেল মাওলানা আহমদ আলী, ন্যাশনাল কংগ্রেস অব ভলান্টিয়ার এনসিভির চেয়ারম্যান এ্যাডভোকেট শফিকুল ইসলাম, লেখক ও মুহতামিম মাওলানা রুহুল আমিন সাদী, মারকাজুত তাকওয়া ঢাকার পরিচালক মুফতি হাবিবুর রহমান মিসবাহ, বাংলানিউজ২৪ডটকমের নিউজরুম এডিটর মুফতি এনায়েতুল্লাহ, মাসিক আল কারীম-এর নির্বাহী সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন সাকি, মাকতাবাতুল ইসলামের স্বত্তাধিকারী মাওলানা আহমাদ গালীব, শাহীন শিক্ষা পরিবারের প্রকাশনা সম্পাদক কামরুজ্জামান মারুফ, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি জহির উদ্দীন বাবর, শীলনবাংলাদেশ সম্পাদক মাসউদুল কাদির, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সাধারণ সম্পাদক মুনীরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আওয়ার ইসলামের নির্বাহী সম্পাদক রোকন রাইয়ান।

অনুষ্ঠানে রোহিঙ্গা বিষয়ক মতবিনিময়ের পাশাপাশি উত্তর আমেরিকার জনপ্রিয় বাংলা টিভি আইটিভি ২৪ ডটকম ও মাকতাবাতুল আখতারের সহযোগিতায় মাসব্যাপী অনুষ্ঠিত ‘সিরাতুন্নবী সা. কুইজ-২০১৭’ বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়াও পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে শাহীন শিক্ষা পরিবার, রকমারি ডটকম, মাকতাবাতুল ইসলাম, মাদানী কুতুবখানা ও মাদরাসার হিকমা ঢাকা’র সহযোগিতায় আয়োজিত ‘নবীজিকে চিঠি লিখে জিতে নাও পুরস্কার’ এর ৩০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়