শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০১৭, ১২:৩০ দুপুর
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৭, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় দল নয়, ইনডোর ক্রিকেটে নির্বাচিত বুলবুল পুত্র

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের ছেলে মাহাদী ইসলাম অস্ট্রেলিয়ার জাতীয় অনূর্ধ্ব-১৫ দলে সুযোগ পাননি। বুলবুল চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, তার ছেলে আসলে অস্ট্রেলিয়া অল স্টারস অনূর্ধ্ব-১৫ ইনডোর ক্রিকেট দলে সুযোগ পেয়েছে।

দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভিতে বুলবুলের ছেলেকে নিয়ে একটি খবর প্রচারিত হয়। সেখানে দাবি করা হয়, মাহাদী অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৫ জাতীয় দলে সুযোগ পেয়েছেন। সময় টিভির ভিভিওতে দেখা যায়, মাহাদী বলছেন, ‘আমি ভিক্টোরিয়া টিমে ন্যাশনাল কম্পিটিশনে খেললাম। ওখানে ভালো খেলে আমি অস্ট্রেলিয়ান টিমে চান্স পেলাম।’

সময় টিভির বরাত দিয়ে চ্যানেল আই অনলাইনও সেই খবরটি প্রকাশ করে। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় বুলবুলের প্রতিক্রিয়া জানতে ফোন করলে এই প্রতিবেদককে তিনি আসল ঘটনা খুলে বলেন।

‘আমার ছেলে আসলে ভালো বাংলা বোঝে না। এমনিতে ছোট মানুষ। ওর কথার ভুল ব্যাখ্যা হয়েছে। ইনডোরের অনূর্ধ্ব-১৫তে ভালো খেলতে পারলে সে সামনের বিশ্বকাপ দলে সুযোগ পাবে।’

বুলবুল পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় থাকেন দীর্ঘদিন। মাহাদীর ইচ্ছা অস্ট্রেলিয়া ছেড়ে একদিন দেশের হয়ে খেলবেন।

দেশের অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান বুলবুল অবশ্য এখনই সেসব নিয়ে ভাবছেন না। ছেলেকে নিয়ে মাতামাতি করতেও খুব একটা রাজি নন তিনি।

চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ওকে এখনো আমি আলোচনায় আনতে চাই না। ভবিষ্যতে কী হবে কে জানে। এখনো ছোট মানুষ। ওকে ওর মতোই থাকতে দিতে চাই।’

সূত্র : চ্যানেলআই অনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়