শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০১৭, ১১:১৬ দুপুর
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৭, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কৃষিঋণেও বাড়ছে খেলাপি

মাইকেল : কৃষি খাতের ঋণেও খেলাপির পরিমাণ বাড়ছে। এ খাতে খেলাপি ঋণের পরিমাণ ৫ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এসব ঋণের প্রায় ৯০ শতাংশই রাষ্ট্র মালিকানার ব্যাংকগুলোতে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যমতে, গত নভেম্বর শেষে কৃষিঋণে খেলাপির পরিমাণ ৫ হাজার ৬১ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের জোর তত্পরতা এবং ব্যাংকগুলোর উদ্যোগের কারণে কৃষিঋণ বিতরণ বাড়ছে। তবে কৃষিঋণ খেলাপি হয়ে যাওয়ার বিষয়টি মোটেই ইতিবাচকভাবে দেখছেন না সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, কৃষি খাতে খেলাপি ঋণের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে রাষ্ট্রায়ত্ত্ব এবং বিশেষায়িত ব্যাংকগুলোয়, যার পরিমাণ ৪ হাজার ৮৮২ কোটি টাকা। এছাড়া কৃষি খাতে বেসরকারি এবং বিদেশি ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ ১৭৮ কোটি টাকা। রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংকের, যার পরিমাণ প্রায় ২ হাজার ২৩৮ কোটি টাকা। এর পরেই সোনালী ব্যাংকের খেলাপি ঋণ এক হাজার ৩৪০ কোটি টাকা। কৃষি খাতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ৭৯২ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে প্রায় ৮ হাজার ২৩১ কোটি টাকার কৃষিঋণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত্ব ও বিশেষায়িত ব্যাংকগুলো বিতরণ করেছে ৩ হাজার ৩২১ কোটি টাকা। বেসরকারি এবং বিদেশি ব্যাংকগুলো বিতরণ করেছে প্রায় ৪ হাজার ৯১০ কোটি টাকা। চলতি অর্থবছরে ২০ হাজার ৪০০ কোটি টাকার কৃষি ও পল­ীঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধরেছে বাংলাদেশ ব্যাংক।

প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, কৃষিঋণ বিতরণে শীর্ষে রয়েছে সরকারি খাতের বাংলাদেশ কৃষি ব্যাংক। চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে বিশেষায়িত এ ব্যাংকটি প্রায় ১ হাজার ৯৯৯ কোটি টাকার কৃষিঋণ বিতরণ করেছে। অর্থবছরের ৫ মাসে লক্ষ্যমাত্রার প্রায় ৪১ শতাংশ কৃষিঋণ বিতরণ করেছে কৃষি ব্যাংক। পুরো অর্থবছরের জন্য কৃষিঋণ বিতরণে ব্যাংকটির লক্ষ্যমাত্রা ৪ হাজার ৯০০ কোটি টাকা। এর পরেই রয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। আলোচ্য সময়ে এ ব্যাংকটি ৬০৩ কোটি টাকার কৃষিঋণ বিতরণ করেছে, যা লক্ষ্যমাত্রার প্রায় ৩৬ শতাংশ। পুরো অর্থবছরের জন্য এ ব্যাংকটির লক্ষ্যমাত্রা এক হাজার ৬৮০ কোটি টাকা।

সূত্র জানায়, চলতি অর্থবছরে কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা এর আগের অর্থবছরের তুলনায় ১৬ দশমিক ২৪ শতাংশ বেশি। গত ২০১৬-১৭ অর্থবছরে ১৭ হাজার ৫৫০ কোটি টাকার কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। তবে অর্থবছর শেষে লক্ষ্যমাত্রার চেয়ে ১৯ দশমিক ৬৫ শতাংশ বেশি ঋণ বিতরণ করেছিল ব্যাংকগুলো।

চলতি অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের বার্ষিক নীতিমালায় কৃষিঋণ বিতরণের নতুন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০ হাজার ৪০০ কোটি টাকা। এ বছর বাণিজ্যিক ব্যাংকগুলোর বাইরে বাংলাদেশ সমবায় ব্যাংক ২০ কোটি এবং বাংলাদেশ পল্ল­ী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ৭২০ কোটি টাকার কৃষিঋণ বিতরণ করবে বলে নীতিমালায় উলে­খ করা হয়েছে।সূত্র : ইত্তেফাক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়