শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০১৭, ০৯:৩১ সকাল
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৭, ০৯:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজকের নির্বাচন মূলত একটি ভোট উৎসব হয়েছে (ভিডিও)

ওয়ালি উল্লাহ সিরাজ: রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) ভোটে জয় হল জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার। এই প্রথম দলীয় প্রতীকের ভোটে সদ্য বিদায়ী মেয়র ও আওয়ামী লীগ প্রার্থীকে বিপুল ভোটে হারিয়ে জয় ছিনিয়ে আনেন জাতীয় পার্টির প্রার্থী। ২০১৭ সালের শেষের এই নির্বাচনটা নিয়ে কয়েক দিন থেকে বেশ আলোচনা হচ্ছিল। এই নির্বাচনটা একটি নিরপেক্ষ নির্বাচন হয়েছে। সেই সাথে এই নির্বাচনের মধ্য দিয়ে এরশাদ তার রংপুরকে ফিরে পেয়েছেন। আগামী দিনের রাজনীতিতে এরশাদের এই জয় তাকে আবার আলোচনায় নিয়ে আসবে।

বৃহস্পতিবার দিবাগত রাতে চ্যানেল আইয়ের আজকের সংবাদপত্র অনুষ্ঠানে এমন মন্তব্য করেন সিনিয়র সাংবাদিক পীর হাবিবুর রহমান।

তিনি আরো বলেন, আসলে এই নির্বাচনটা একটু ভিন্ন রকম হয়েছে। সাধারণত আমাদের দেশের নির্বাচনের ক্ষেত্রে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী করে বিএনপি। আর বিএনপির প্রতিদ্বন্দ্বী করে আওয়ামী লীগ। কিন্তু এই রংপুর সিটি নির্বাচনের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন রকম হলো। এখানে এই দুই দলকে ছাড়িয়ে তৃতীয় দল জয়ী হলো। সতরাং আমার পর্যবেক্ষণ বলছে আওয়ামী লীগ ও বিএনপি দুই দলের ঘরেই এখন উৎসব।

পীর হাবিবুর রহমান আরো বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে সব থেকে বড় অর্জন হলো, অনেক দিন পরে একটি উৎসব মুখর নির্বাচন হলো। এবং আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এমন কথা বলতে বলতে মানুষ ভোট দিয়েছে। মূলত এই নির্বাচনটা একটি ভোট উৎসব হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়