শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০১৭, ০২:৫৮ রাত
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৭, ০২:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেলজিয়ামে পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা

এস এন জামান, বেলজিয়াম: বর্ণাঢ্য আয়োজনে বেলজিয়ামের এনটরপেনে পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শীতের আগমনীতে বাংলার আবহমানকালের চিরায়ত কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরতে বেলজিয়াম বাংলাদেশ ফ্রেন্ডশীপ ক্লাব এই অনুষ্ঠানের আয়োজন করে। সম্প্রতি স্থানীয় একটি অডিটোরিয়ামে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণিল আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি পরিণত হয়েছিল প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায়। এনটরপেনেও পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি এতে অংশগ্রহণ করেন। হরেক রকমের মজাদার পিঠার আসর বসে ছিল উৎসবকে ঘিরে। অনুষ্ঠান পরিচালনা করেন এম এম মোরশেদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বেলজিয়াম বাংলাদেশ ফ্রেন্ডশীপ ক্লাবের সভাপতি রত্না খানম তমা, প্রধান অতিথি বেলজিয়াম পার্লামেন্ট এর সদস্য ও অভিবাসন বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি নাহিমা লানজিরি অনুষ্ঠানের উদ্বোধন করেন।

উৎসবে শিশু কিশোরদের অংশগ্রহণ ও তাদের নাচ-গান অনুষ্ঠানকে করে তুলেছিল আনন্দময়। নেদারল্যান্ড থেকে আগত শিল্পী বাপ্পি ও বেলজিয়ামের এম এম মোরশেদ, রোজিনা মম, জাহিদ ইসলাম ও আয়েশা ইকবালের একের পর এক গান অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তোলে।

অনুষ্ঠানের আয়োজক বেলজিয়াম বাংলাদেশ ফ্রেন্ডশীপ ক্লাবের সভাপতি রত্না খানম তমা, তাহাসিন হোসাইন, ওমর ফারুখ, মাহবুব এলাহি, রাহাত আহমেদ, রেজা গোলাম সোয়েব, ফারিদ সরকার, ইভান শিকদার জানান, সুদূর প্রবাসে থেকেও তারা বাংলা সংস্কৃতির প্রতি প্রবল ভালোবাসা থেকেই এই উৎসবের আয়োজন করেছেন। প্রবাসে বসবাসকারী নবীন-প্রবীণ সকলের কাছে সুন্দর বাংলা সংস্কৃতিকে বেশি বেশি করে তুলে ধরতে তারা বদ্ধপরিকর বলে জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়