শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০১৭, ১২:১৯ দুপুর
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৭, ১২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের হ্যাটট্রিক জয়

এল আর বাদল : আগামী রোববার মহিলা অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কেমন করবে বাংলাদেশ, তার একটি ধারনা কিন্তু বৃহস্পতিবার তুলে ধরেছে লাল-সবুজ দলের মেয়েরা। ফাইনালে তাদের প্রতিপক্ষ ভারত। সেই ভারতকে গতকাল লিগ পর্বের শেষ ম্যাচে চীর্ণবিচ’র্ণ করে দিয়েছে বাংলাদেশ। ৩-০ গোলের ব্যবধানে তাদের হারিয়ে সাফ ফুটবলে টানা তিন জয় অর্থাৎ হ্যাটট্রিক জয় দিয়ে শ্রেষ্ঠত্ত্ব দেখালো গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। এর আগে নেপালকে ৬-০ গোলে এবং ভুটানকে ৩-০ গোলে হারায় বাংলাদেশ।
কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের একপেশের খেলায় দর্শকরা ভীষণ আশান্বিত ফাইনালে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে বলে। খেলা শেষে কোচ ছোটনও সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, লিগ পর্বের শেষ ম্যাচে ভারতের বিরুদ্ধে দোর্দ- প্রতাপের সঙ্গে খেলে জয় পেয়েছে আমাদের মেয়েরা। আগামী রোববার এই ভারতের সঙ্গে ফাইনালে মোকাবিলায় ধারাবাহিকতা বজায় রেখেই শিরোপা জয় করবো।

আজ ম্যাচের শুরুটা দেখে মনে হয়েছে ভারত সহসা ছেড়ে দেবে না বাংলাদেশকে। টানা ৩০ মিনিট দোর্দ- প্রতাপের সঙ্গে খেলেছে তারা। কিন্তু বাংলাদেশের রক্ষণভাগের প্রহরীরা একের পর এক আক্রমণগুলো নস্যাৎ করে দিয়েছে। ৩২ মিনিটের সময় পাল্টা আক্রমণে গোল খেয়ে পিছিয়ে পড়ে ভারত আর দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় ব্যবধানের হার মানতে হয় তাদের।
ম্যাচের ৩২ মিনিটে মিনিটে বদলি ফুটবলার আনুচিং মোগিনি বাংলাদেশকে লিড এনে দেন। প্রথমার্ধের ইনজুরি টাইমে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন শামসুন্নাহার। ম্যাচের ৫৩ মিনিটে আনাই মোগিনির পাস থেকে কোনাকুনি শটে দলের পক্ষে তৃতীয় ও শেষ গোল করেন মনিকা (৩-০)

  • সর্বশেষ
  • জনপ্রিয়